কলকাতা: মোট নম্বর ৫৫৷ প্রার্থী পেয়েছেন ৫৯! নম্বর দেখে চোখ কপালে উঠছে? এমনটাই সত্যি। তবে, মোট নম্বরে থেকে বেশি পেয়েও কিনা নিয়োগ তালিকায় ওয়েটিংয়েই স্থান পেলেন পরীক্ষার্থী৷ সৌজন্য, নম্বরের হরিরলুট এসএসসি৷ তথ্য জানার অধিকারে মামালা করে চাঞ্চল্যকর ‘তথ্য’ পেলেন নদিয়ার এসএসসি চাকরিপ্রার্থী ঋতু বেরা৷
চাকরি সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গিয়েছে, তথ্য জানার অধিকারে মামলা দায়ের পর চাকরিপ্রার্থীর বাড়িতে একটি চিঠি পাঠায় কমিশন৷ যাতে লেখা ঋতু লিখিত পরীক্ষায় পেয়েছেন ৫৯। অথচ খাতায় জ্বলজ্বল করছে পরীক্ষার মোট নম্বর ৫৫৷ আদলতে হিসাবে ভুল গরমিল দেখা গেলেও আরটিআইয়ের জবাবে পাওয়া চিঠিকে কেন্দ্র করেই এবার কমিশনের বিরুদ্ধে যুদ্ধে নামতে চলেছেন ঋতুর আইনজীবী৷
শিক্ষা সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন
var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);
জানা গিয়েছে, ২০১৬ সালে এসএসসিতে বসেন নদিয়ার পরীক্ষার্থী ঋতু বেরা৷ ফলাফল প্রকাশের পর নিয়োগ তালিকায় ঋতুর নাম ওয়েটিং লিস্টে ঠাঁই মেলে৷ কত নম্বর পেয়েছেন তা জানতে চেয়ে আরটিআই করেন তিনি৷ উত্তর না পেয়ে হাইকোর্টে মামলাও করেন তিনি৷ বিচারপতি স্কুল সার্ভিস কমিশনকে হলফনামা দিতে বলে৷ এরপরই বাড়িতে চিঠি পাঠিয়ে আরটিআইয়ের জবাব দেয় কমিশন৷ কিন্তু, নম্বর জানাতে গিয়ে এতবড় কেলেঙ্কারির ঘটে যাবে, তা কল্পনাও করতে পারেননি কমিশনের কর্তারাও৷
এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাকরিপ্রার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে৷ চাকরিপ্রার্থীদের অভিযোগ, কমিশন চিঠিতে যদি ৫৫কে ৫৯ করে দিতে পারে, তাহলে মেধাতালিকা প্রকাশ্যের ক্ষেত্রেও যে নম্বরের হরিরলুট হন নি, তা নিশ্চয়তা কোথায়?