আজ বিকেল: প্রশ্নপত্র ফাঁস হাওয়ার ঘটনায় রাজ্যজুড়ে ডিএলএডের দুটি পরীক্ষা বাতিল করল এনআইওএস। বুধবার সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানানো হয়েছে, ৫০৬ এবং ৫০৭ বিষয়ের ওই পরীক্ষা দু’টিই বাতিল হচ্ছে৷ কিন্তু, সর্বভারতীয় স্তরে পরীক্ষা নেওয়া হলেও কেন শুধুমাত্রে পশ্চিমবঙ্গের জন্য কার্যকর হবে এই সিদ্ধান্ত? প্রশ্নপত্র ফাঁসের দায় কার? কর্তৃপক্ষের গাফিলতির দায় কেন ভুগতে হবে পরীক্ষার্থীদের? মূলত, এই প্রশ্ন তুলেই কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করতে চলেছে পরীক্ষার্থী শিক্ষকদের একাংশ৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পরীক্ষা বাতিলের ‘অনৈতিক’ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আজ, শুক্রবার বেলা একটা নাগাদ NIOS কলকাতা অফিসে ধর্না কর্মসূচির ডাক দিলেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পরীক্ষার্থী শিক্ষকদের একাংশ৷ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বিরোধিতায় এদিন ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচিও রয়েছে তাঁদের৷ ধর্না, ডেপুটেশন কর্মসূচির পাশাপাশি শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের তরফে আগামী ৩ জানুয়ারি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন মইদুল ইদলাম৷ এই মামলায় শিক্ষকদের হয়ে লড়বেন আইনজীবী ফিরদৌস শামিম৷
var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);
বুধবার সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানানো হয়েছে, ৫০৬ এবং ৫০৭ বিষয়ের ওই পরীক্ষা দুটি বাতিল হচ্ছে৷ কবে, বাতিল পরীক্ষা নেওয়া হবে, তা সাত দিনের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে বলেও জানানো হয়৷ খুব দ্রুত বাতিল হওয়া পরীক্ষা দেওয়ার জন্য পড়ুয়াদের প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷ নতুন এই পরীক্ষার জন্য কোনও ফি দিতে হবে না বলেও জানানো হয়েছে৷
পরীক্ষা বাতিলের বিষয়ে এনআইওএসের বালুরঘাট কেন্দ্রের অবজারভার অভিজিত্ সরকার জানিয়েছেন, ৫০৬ বিষয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রথমে সামনে এসেছিল। ৫০৭ বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের বিষয় প্রমাণিত হওয়ার পরেই তার অভিযোগ জানানো হয়েছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। আর যার পরেই রাজ্যজুড়ে ওই দুটি বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে। নতুন করে সকলকে ওই দুটি পরীক্ষা দিতে হবে। ২০ এবং ২১ ডিসেম্বর রাজ্যজুড়ে ডিএলএডের ৫০৬ এবং ৫০৭ বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসে৷