উচ্চ প্রাথমিকে বাড়ছে শূন্যপদের সংখ্যা, কত আসনে নিয়োগ?

আজ বিকেল: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে বড় সিদ্ধান্ত স্কুল সার্ভিস কমিশন৷ নতুন বছরের শুরুতেই চালু হতে কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি দিয়ে বেশ কিছু সুখবর শোনাতে চলেছে কমিশন৷ একই সঙ্গে বাড়তে পারে শূন্যপদের সংখ্যা৷ মোট শূন্যপদের সঙ্গে যোগ হতে পারে আরও সাত হাজার পদ৷ ঠিক কত শূন্যপদে উচ্চ প্রাথমিকে নিয়োগের সম্ভাবনা রয়েছে কমিশনের? চাকরি সংক্রান্ত খবর জানতে এখানে

উচ্চ প্রাথমিকে বাড়ছে শূন্যপদের সংখ্যা, কত আসনে নিয়োগ?

আজ বিকেল: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে বড় সিদ্ধান্ত স্কুল সার্ভিস কমিশন৷ নতুন বছরের শুরুতেই চালু হতে কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি দিয়ে বেশ কিছু সুখবর শোনাতে চলেছে কমিশন৷ একই সঙ্গে বাড়তে পারে শূন্যপদের সংখ্যা৷ মোট শূন্যপদের সঙ্গে যোগ হতে পারে আরও সাত হাজার পদ৷ ঠিক কত শূন্যপদে উচ্চ প্রাথমিকে নিয়োগের সম্ভাবনা রয়েছে কমিশনের?

চাকরি সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কমিশন সূত্রে খবর, আপারে ২০১৪ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ১৪০৮৮টি শূন্যপদ বেড়ে দাঁড়াতে পারে ১৮ হাজারের কাছাকাছি৷ সঙ্গে আরও সাত হাজার শূন্যপদ যুক্ত হয়ে কমপক্ষে ২৫ হাজার আসানে নিয়োগের পরিকল্পনা রয়েছে৷ উচ্চ প্রাথমিকে ৩০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরেই সুর চড়িয়েছিলেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ লাগাতার আন্দোলন কর্মসূচির মাধ্যমে চাপ বাড়ানোরও কৌশল নেওয়া হয়েছিল৷ দফায় দফায় কমিশনের কর্তাদের সঙ্গেও কথা বলেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ চাকরিপ্রার্থীদের দাবি, লাগাতার আন্দোলনের জেরেই ৩০ হাজার শূন্যপদে নিয়োগ না হলে উচ্চ প্রাথমিকে ২৫ হাজার শূন্যপদে নিয়োগের চিন্তাভাবনা করতে বাধ্য হয়েছে কমিশম৷

শিক্ষা সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”29″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_2920181229135216″);
document.getElementById(“div_2920181229135216”).appendChild(scpt);

এপ্রসঙ্গে চাকরিপ্রার্থী রাজা নন্দী বলেন, ‘‘নবম-দশমে নিয়োগ শেষ না হলে আপারের চাকরিপ্রার্থীদের যে সবচেয়ে বড় ক্ষতি সেটা একটা পাগলও জানে৷ সেজন্যই গত ২০ নভেম্বর শিক্ষামন্ত্রীর কাছে ডিসেম্বরের মধ্যে নবম-দশম নিয়োগ সম্পন্ন করার দাবি জানিয়েছিলাম৷ কিন্তু সরকারের চেয়ারপার্সন নিয়োগ সমস্যা, শূন্যপদ বিভ্রাটে জেরে নির্ধারিত সময়ের মধ্যে করা যায়নি৷ ম্যাডামও সেটার জন্য ২৪ ডিসেম্বর আফসোস করেন৷ আমরা বারংবার আপডুট শূন্যপদে নিয়োগ চেয়ে এসেছিলাম৷ এখনও তাই চাই৷’’

শিক্ষক নিয়োগে ৭টি গুরুত্বপূর্ণ আপডেট

কাউন্সেলিংয়ের দিনক্ষণ চূড়ান্ত করল SCC, জারি বিজ্ঞপ্তি

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − three =