‘মুখ্যমন্ত্রীর জন্য খেতে পাই না’, বাংলার রাজপথে উন্নয়নের বড় বিজ্ঞাপন!

কলকাতা: সম কাজে সম বেতনের দাবিতে নিজেদের সন্তানদের নিয়ে ‘ভুখা মিছিলে’ পা মেলালেন রাজ্যের কয়েকশো শিক্ষাবন্ধু৷ শনিবার ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত মিছিল হয়৷ সন্তান-আত্মীয় পরিজনদের পথে নামিয়ে বেতন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হন স্নাতকত্তোর যোগ্যতার শিক্ষাবন্ধুরা। শিক্ষাবন্ধু ঐক্য মঞ্চের পক্ষে তরফে জানানো হয়, অগ্নিমূল্যের বাজারে তাদের বেতন মাত্র ৫ হাজার ২৪০ টাকা। মাসের অর্ধেক দিন না

‘মুখ্যমন্ত্রীর জন্য খেতে পাই না’, বাংলার রাজপথে উন্নয়নের বড় বিজ্ঞাপন!

কলকাতা: সম কাজে সম বেতনের দাবিতে নিজেদের সন্তানদের নিয়ে ‘ভুখা মিছিলে’ পা মেলালেন রাজ্যের কয়েকশো শিক্ষাবন্ধু৷ শনিবার ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত মিছিল হয়৷ সন্তান-আত্মীয় পরিজনদের পথে নামিয়ে বেতন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হন স্নাতকত্তোর যোগ্যতার শিক্ষাবন্ধুরা।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

শিক্ষাবন্ধু ঐক্য মঞ্চের পক্ষে তরফে জানানো হয়, অগ্নিমূল্যের বাজারে তাদের বেতন মাত্র ৫ হাজার ২৪০ টাকা। মাসের অর্ধেক দিন না খেয়েই কাটাতে হচ্ছে তাঁদের৷ বাধ্য হয়েই তাই সন্তানদের নিয়ে পথে নামতে হয়েছে। প্রতিবছর ১০ শতাংশ হারে বেতন বাড়ানো, গ্রাচুউটি নূন্যতম ৫ লক্ষ টাকা করা, অবসর গ্রহনের বয়স ৬৫ বছর করা, অন্য রাজ্যে শিক্ষাবন্ধুদের যে বেতন দেওয়া হয় এরাজ্যেও তা চালু করার দাবিও জানান তাঁরা৷ শিক্ষাবন্ধু ঐক্য মঞ্চের পক্ষে নন্দদুলাল দাস বলেন, ‘‘বর্তমান সরকারের আট বছরে এক টাকাও বেতন বাড়েনি৷ ইতিমধ্যেই আমরা ৯৩ জন শিক্ষাবন্ধু স্বেচ্ছামৃত্যুর আবেদন করেছি রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে৷ কিন্তু কেউ কর্ণপাত করেননি৷ বাধ্য হয়েই তাই সন্তানদের নিয়ে পথে নামতে হয়েছে৷’’

‘মুখ্যমন্ত্রীর জন্য খেতে পাই না’, বাংলার রাজপথে উন্নয়নের বড় বিজ্ঞাপন!এদিন শিক্ষাবন্ধুদের সন্তানদের গলায় পোস্টার ঝুলিয়ে লেখা হয়, ‘‘আমরা সরকারি কর্মচারীদের সন্তান, কিন্তু মুখ্যমন্ত্রীর জন্য খেতে পাই না৷’’ সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট হতেই রাজ্য সরকারের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন শিক্ষা সমাজের একাংশ৷ তাঁদের প্রশ্ন, এই ছবি দেখার পর এবার কী বলবেন মুখ্যমন্ত্রী? রাজ্য যখন উন্নয়ন কর্মযোগ্য চলছে, তখন ‘মুখ্যমন্ত্রীর জন্য খেতে পাই না’ এই স্লোগান আদৌ মন গোলবে প্রশাসনের? প্রশ্ন পর্যবেক্ষক মহলের একাংশের৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 10 =