কলকাতা: রাজ্যজুড়ে সরকারি দপ্তরগুলিতে গ্রুপ-ডি পদমর্যাদার প্রায় ৬০ হাজার কর্মী নিয়োগের লক্ষ্যে গঠিত হয়েছিল স্বশাসিত সংস্থা। যার পোশাকি নাম গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ড। ২০১৬ সালের ১ জানুয়ারি এই নিয়োগকারী সংস্থা কাজ শুরু করে। কিন্তু মাত্র তিন বছরের মাথাতেই বোর্ডে কিছু সমস্যা দেখা দিয়েছে। কেননা, ছয় হাজার গ্রুপ-ডি পদে পরীক্ষা নেওয়ার কাজ শেষ করতেই প্রায় ছয়মাস কেটে গিয়েছে। যদিও বোর্ডের আধিকারিকদের দাবি, এই পদে সফল প্রার্থীদের নিয়োগ দ্রুত শেষ করা হবে। তবে নবান্নের তরফে এখন নতুন করে গ্রুপ-ডি নিয়োগের কোনও বার্তা দেওয়া হয়নি। স্বভাবতই কাজ খুঁজছেন বোর্ডের কর্মীরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুধু তাই নয়, এই মুহূর্তে বোর্ডের কোনও স্থায়ী চেয়ারম্যান নেই। যিনি ওই পদে ছিলেন সেই প্রাক্তন মুখ্য বনপাল অতনু রাহা অবসর নিয়েছেন কয়েকমাস আগে। তাঁর জায়গায় নতুন চেয়ারম্যান নিয়োগ করেনি রাজ্য সরকার। বদলে বোর্ডের একমাত্র সদস্য অশোক রায়কে চেয়ারম্যানের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। মাস চারেকের মধ্যেই যার অবসর নেওয়ার কথা। সব মিলিয়ে দ্রুত রাজ্য সরকার এ বিষয়ে নজর না দিলে গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ডের সমস্যা আরও বাড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);
ছ’হাজার গ্রুপ-ডি নিয়োগের লক্ষ্যে ২০১৭ সালের ২০ মে অষ্টম শ্রেণীর যোগ্যতামানের পরীক্ষা নেওয়া হয়েছিল। চলতি বছর কয়েক মাস আগে সেই প্রক্রিয়া শেষ হয়। অভিযোগ, প্রায় দু’মাসের বেশি সময় কেটে গেলেও নবান্নের তরফে বহু সফল প্রার্থীর কাছে নিয়োগপত্র পাঠানো হয়নি। যদিও বোর্ডের এক আধিকারিকের দাবি, প্রায় সমস্ত সফল প্রার্থীর কাছেই নিয়োগপত্র পৌঁছে দেওয়ার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। কিন্তু গোটা রাজ্যজুড়ে এই নিয়োগ প্রক্রিয়া চলছে। সেক্ষেত্রে একাধিক সরকারি নিয়ম মেনে সংশ্লিষ্ট অফিসগুলিতে আনুষ্ঠানিক নিয়োগ হতে কিছুটা সময় লাগছে। অগ্রাধিকারের ভিত্তিতে সেই কাজ চলছে। দ্রুত সেই প্রক্রিয়া শেষ করা হবে বলেও জানান ওই কর্তা।