একের পর এক আর্থিক দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন সুন্দরী লাস্যময়ীরা? নেপথ্যে টাকার নেশা?

একের পর এক আর্থিক দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন সুন্দরী লাস্যময়ীরা? নেপথ্যে টাকার নেশা?

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্য একটাই, আরও বেশি টাকা রোজগার করতে হবে। বসতে হবে টাকার পাহাড়ে। হাজার বা লক্ষ নয়, কোটি কোটি টাকা নিয়ে নাড়াচাড়া করতে হবে। তার জন্য আর্থিক দুর্নীতিতে জড়িয়ে পড়তে হলেও যেন কুছ পরোয়া নেহি! এই মনোভাব দেখা যাচ্ছে সুন্দরী গ্ল্যামারাস তরুণীদের একাংশের মধ্যে। তাই কোটি কোটি টাকার দুর্নীতিতে একের পর এক মডেল, অভিনেত্রী বা সুন্দরী গ্লামারাস তরুণীদের জড়িয়ে পড়তে দেখছে রাজ্যবাসী।

শুরুটা হয়েছিল সারদা কাণ্ড দিয়ে। সারদা কর্তা সুদীপ্ত সেনের সঙ্গে গ্রেফতার হন সংস্থার অন্যতম প্রধান দেবযানী মুখোপাধ্যায়। সেই সময় দেবযানীকে নিয়ে বিভিন্ন রসালো গল্প সামনে আসে। সুদীপ্ত সেনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানা যায়। বস্তুত সুদীপ্ত-দেবযানী  জুটি সেই সময় লাগাতার খবরের শিরোনামে ছিলেন। একটা সময় আলোচনার কেন্দ্রবিন্দু থেকে যথারীতি সরে যেতে থাকেন তাঁরা। কিন্তু শূন্যস্থান ভরাট হয়ে গেল। গত বছর নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির তল্লাশিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী মডেল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে পঞ্চাশ কোটি টাকা নগদ উদ্ধার হয়। যে ঘটনায় শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। পার্থ এবং অর্পিতা দু’জনকেই গ্রেফতার করে ইডি। এরপর ধারাবাহিকভাবে সামনে আসতে থাকে প্রবীণ রাজনীতিক পার্থের সঙ্গে অর্পিতার ঘনিষ্ঠ সম্পর্ক এবং নানা মুখরোচক কাহিনী। অর্পিতাকে ছাড়া পার্থ যে এক ইঞ্চিও চলতে পারতেন না সেটা ক্রমশ স্পষ্ট হয়ে যায়।

পার্থ-অর্পিতার সম্পর্কের রসায়ন নিয়ে এখনও চর্চা তুঙ্গে। আর তার মধ্যেই উঠে এলেন আরও এক রহস্যময়ী তরুণী, যার নাম হৈমন্তী গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের দাবি সমস্ত টাকা নাকি রাখা আছে হৈমন্তীর কাছে। ‌ এরপরই জানা যায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে থাকা গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী হৈমন্তী মডেল এবং অভিনয় পেশার সঙ্গে যুক্ত। যথারীতি হৈমন্তীকে নিয়েই এখন আলোচনা বেশি হচ্ছে। তাঁর হাওড়ার বাপের বাড়ির সামনে বিলাসবহুল গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেছেন পাড়া প্রতিবেশীরা। স্থানীয়রা জানাচ্ছেন উল্কার গতিতে উত্থান হয়েছে হৈমন্তীর। তাই সকলেই মনে করছেন কোটি কোটি টাকা নিয়োগ দুর্নীতির সঙ্গে হৈমন্তীর প্রত্যক্ষভাবে জড়িয়ে থাকার বিষয়টি এবার প্রমাণ হয়ে যাবে। শুধু টলিউড বা বাংলার অভিনয় জগৎ বলে নয়, বলিউডের অভিনেত্রীদেরও আর্থিক দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ সামনে এসেছে। ২০০ কোটি টাকা আর্থিক দুর্নীতির মামলায় নাম জড়িয়েছে বলিউডের খ্যাতনামা অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। এই সুন্দরী নায়িকার দুর্নীতি কাণ্ডে নাম জড়ানোর পরেই স্তম্ভিত হয়ে যায় গোটা দেশ। এছাড়া কয়েক বছর আগে টেলিভিশনের জমজমাট ‘বিগ বস’ অনুষ্ঠানে অংশ নেওয়া কৃতী ভার্মার নাম জড়ায় ২৬৪ কোটি টাকা প্রতারণা মামলায়। এখানেই শেষ নয়, পানামা পেপারস ফাঁসের মামলায়  বলিউড অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চনকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ তিনি ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট লঙ্ঘন করে বিদেশে অর্থ বিনিয়োগ করেছিলেন। এর পাশাপাশি টলিউড ও বলিউড অভিনেত্রী রূপা দত্ত কলকাতা বইমেলায় কেপমারির অভিযোগে ধরা পড়েছিলেন। অঙ্কুশের ‘কেল্লাফতে’ ছবির নায়িকা ছিলেন তিনি। সব মিলিয়ে দেখা যাচ্ছে গ্ল্যামার জগতের সুন্দরী লাস্যময়ীরা বারবার জড়িয়ে পড়ছেন আর্থিক দুর্নীতি কাণ্ডে। এই প্রবণতা বহুদিন ধরেই চলছে। এর শেষ কোথায় তা জানা নেই কারও। তাই আগামী দিনে এই তালিকায় আর কোনও নতুন নাম যুক্ত হয় কিনা এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + thirteen =