কলকাতা: দীর্ঘদিন ধরে না হওয়া ইন্টারেস্ট আপডেট করতে এবার উঠেপড়ে লেগেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। গোটা রাজ্যেই অনেক জেলায় কয়েক বছর ধরে শিক্ষকদের জমা পড়া গ্রুপ প্রভিডেন্ট ফান্ডের টাকার উপর সুদের অঙ্ক নির্ণয় করা হয়নি।
সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনা জেলার ডি আইয়ের তরফে প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে, ২০১৪ সাল থেকে এই সুদের হিসেব দিতে হবে। দক্ষিণ ২৪ পরগনার একটি স্কুলের শিক্ষক এবং বিটিইএ’র নেতা প্রণব পাইক এই নির্দেশকে স্বাগত জানিয়ে বলেন, এতদিন যে কাজটি বকেয়া পড়ে রইল, তার দায় কাউকে নিতে হবে। শিক্ষকরা টাকা কাটিয়েছেন। কিন্তু তার হিসেব হয়নি। এর দায় কিন্তু শিক্ষকদের নিতে হয়েছে।