আজ বিকেল: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন৷ সবকিছু ঠিকঠাক চললে আগামী সপ্তাহেই শেষের দিকে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কমিশন৷ আগামী অর্থবর্ষের আগেই নিয়োগ প্রক্রিয়া নিষ্পত্তি হতে পারে বলে কমিশন সূত্রে খবর৷ কমিশনের নয়া সিদ্ধান্ত কার্যকর হলে একলপ্তে কপাল খুলতে পারে অন্তত ১৭ হাজার চাকরিপ্রার্থীর৷ ঠিক কী কী পদক্ষেপ নিতে চলেছে কমিশন?
চাকরি সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন
জানা গিয়েছে, নবম-দশমের কাউন্সেলিং প্রক্রিয়ার মাঝেই উচ্চ প্রাথমিকে ভ্যা রিফিকেশন শুরু হতে পারে৷ মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া৷ নোটিশ দেওয়ার এক সপ্তাহ থেকে দিন দশেক পর থেকে ইন্টারভিউ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে৷ মনে করা হচ্ছে আগামী অর্থবর্ষ থেকেই নতুন চাকরিতে যোগ দিতে পারবেন সফল প্রার্থীরা৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গিয়েছে, প্রথম ধাপে কমপক্ষে ১৭ হাজার চাকরিপ্রার্থীকে ডাকতে পারে কমিশন৷ জানুয়ারির মধ্যেই ভেরিফিকেশন পর্ব শেষ করার পরিকল্পনা করেছে কমিশনের৷ শিক্ষক নিয়োগের বিষয়ে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সোমবার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে কমিশনে৷ ওই বৈঠকে নবম-দশমে দ্বিতীয় দফায় কাউন্সেলিংয়ে পূর্ব নির্ধারিত সিডিউল ও শারীর শিক্ষা ও কর্মশিক্ষায় দশম-দ্বাদশে নিয়োগ কবে হবে তাও স্থির হতে পারে বলে খবর৷
শিক্ষা সংক্রান্ত খবর পড়তে এখানে ক্লিক করুন
var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);
অন্যদিকে, নবম-দশমে শিক্ষক নিয়োগে তোড়জোড় শুরু করেছে শিক্ষা দপ্তর৷ বিজ্ঞপ্তি জারি করে আগামী সপ্তাহ থেকে নিয়োগপত্র দেওয়া হবে বলেও কমিশনের তরফে জানানো হবে৷ ৬,২৩৮ জনকে নিয়োগপত্র দেওয়া হবে বলে শুক্রবার বিকেলে নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ৷ অন্তত ৬ হাজার ২৩৮ জনকে নিয়োগপত্র দেবে মধ্যকশিক্ষা পর্ষদ৷ তবে, ২৯৯টি পদে নিয়োগের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে৷ কারণ, স্কুল সার্ভিস কমিশন ওই পদের জন্য যে যে স্কুলের নাম দিয়েছিল, সেখানে কোনও শূন্য পদই নেই৷ এই ২৯৯টি নিয়োগের জন্য স্কুলে শূন্য পদ খোঁজার কাজ চলছে৷ শূন্যপদে সমস্যা থাকা প্রার্থীদেরও ডাকা হবে বলেও জানা গিয়েছে৷