চাকরি নেই, কেন্দ্র সরকার চাকরি দিতে পারছে না: মমতা

কৃষ্ণনগর: নদিয়ায় কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় মঞ্চ থেকে ফের কর্মসংস্থান প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কৃষ্ণনগরের গভর্মেন্ট কলেজ মাঠের প্রশাসনিক সভায় থেকে বলেন, ‘‘চাকরি নেই৷ কেন্দ্র চাকরি দিতে পারছে না৷ বছরে দু’কোটি চাকরি দেবে বলে বড়বড় কথা বলেছিলেন নরেন্দ্র মোদি৷ কিন্তু, একটাও চাকরি দিতে পারেন কেন্দ্র৷ উলটে নোটবন্দির নামে এক কোটি মানুষের চাকরি খেয়েছে কেন্দ্র৷’’ কেন্দ্রকে

e093f6a3385ae2af781d2a5eeefb50f3

চাকরি নেই, কেন্দ্র সরকার চাকরি দিতে পারছে না: মমতা

কৃষ্ণনগর: নদিয়ায় কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় মঞ্চ থেকে ফের কর্মসংস্থান প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কৃষ্ণনগরের গভর্মেন্ট কলেজ মাঠের প্রশাসনিক সভায় থেকে বলেন, ‘‘চাকরি নেই৷ কেন্দ্র চাকরি দিতে পারছে না৷ বছরে দু’কোটি চাকরি দেবে বলে বড়বড় কথা বলেছিলেন নরেন্দ্র মোদি৷ কিন্তু, একটাও চাকরি দিতে পারেন কেন্দ্র৷ উলটে নোটবন্দির নামে এক কোটি মানুষের চাকরি খেয়েছে কেন্দ্র৷’’

কেন্দ্রকে আক্রমণের পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা রাজ্যের ছেলে মেয়েদের কর্মসংস্থানের সুযোগ গড়ে দিয়েছি৷ ৪০ শতাংশ বেকারত্ব কমিয়ে আনতে পেরেছি৷ কর্মসংস্থান বাড়াতে প্রশিক্ষণও দিচ্ছি৷ রাজ্যের বিভিন্ন শূন্যপদে নিয়োগও হচ্ছে৷ আমরা মুখে বড় কথা বলি না৷ কাজেও করে দেখায়৷’’

এদিন সংরক্ষণ নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘এমনিতেই সাধারণ শ্রেণির জন্য চাকরির সুযোগ কম৷ সংরক্ষণের নামে সেই সুযোগটাও কমিয়ে দিল কেন্দ্র৷ বলুন তো, যাঁদের বছরে ৮ লক্ষ টাকা আয়, তাঁদের ছেলে মেয়েরা সরকারি চাকরিতে কেন যাবে? এই সরকার হিটলারের থেকেও খারাপ৷’’ বলেন, ‘‘আমি যদি বলি, কেউ আয়কর দেবেন না, আমি যদি বলি, কেউ করের টাকা দেবেন না, তাহলে কী হবে বুঝতে পারছেন৷ আমি কেন্দ্রের কাছ থেকে কৈফিয়ত চাই৷’’



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

নদীয়ায় কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনে গিয়ে বিরোধীদের নয়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন কেন্দ্রকে আক্রমণ করে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘আমি মিথ্যা কথা বলি না৷ আমার নামে এক হাজার কোটি টাকার মানহানির মামলা করুন৷ আমি যখন বলি, তখন সত্যি কথাই বলি৷ সত্যই আমার পথ৷’’

কৃষ্ণনগরের গভর্মেন্ট কলেজ মাঠের প্রশাসনিক সভায় এদিন কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘শিক্ষা দেখবে কে? রাজ্য৷ রাস্তা দেখবে কে? রাজ্য৷ স্বাস্থ দেখবে কে? রাজ্য৷ আর কেন্দ্র তুমি দালালি করবে? তোমার টাকা আমার প্রয়োজন নেই৷’’ বলেন, ‘‘নোটবন্দির নামে টাকা লুট করেছে কেন্দ্র৷ প্রতিষ্ঠানের স্বাধানীতা নষ্ট করেছে৷ এখন সমান্তরাল সরকার চালাতে চাইছে কেন্দ্র৷ এমন জঘন্য সরকারের কখনও দেখিনি৷’’ এদিন রাজ্য থেকে তুলে নিয়ে যাওয়া কেন্দ্রের করের টাকার ভাগও চান মুখ্যমন্ত্রী৷ আয়ুষ্মান ভারত প্রকল্পের ৪০ শতাংশ টাকা রাজ্য সরকার দেবে না বলেও এদিন সাফ জানিয়ে দেন৷ বলেন, ‘‘তুমি টাকা দিলে, আমি প্রকল্প চালাব৷টাকা না দিলে প্রকল্প চালাব না৷’’

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *