চাকরি নেই, সংরক্ষণ দিয়ে কী হবে মোদিবাবু? প্রশ্ন মমতার

কলকাতা: রাজ্যের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে৷ কমেছে বেকারত্ব৷ দেশে বাংলাই একমাত্র রাজ্য, যেখানে বেকারত্ব ৪০ শতাংশ কমিয়ে আনতে পেরেছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দেশে চাকরিই নেই৷ সংরক্ষণ দিয়ে কী হবে৷ মোদি বাবুর আমলে দুকোটি লোক কাজ হারিয়েছে৷ এখন বলছে, তোমাকে সংরক্ষণ দেবে৷’’ সংরক্ষণ ইস্যুকে তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন,

e54a50feee806676797440d683a96d4a

চাকরি নেই, সংরক্ষণ দিয়ে কী হবে মোদিবাবু? প্রশ্ন মমতার

কলকাতা: রাজ্যের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে৷ কমেছে বেকারত্ব৷ দেশে বাংলাই একমাত্র রাজ্য, যেখানে বেকারত্ব ৪০ শতাংশ কমিয়ে আনতে পেরেছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দেশে চাকরিই নেই৷ সংরক্ষণ দিয়ে কী হবে৷ মোদি বাবুর আমলে দুকোটি লোক কাজ হারিয়েছে৷ এখন বলছে, তোমাকে সংরক্ষণ দেবে৷’’

সংরক্ষণ ইস্যুকে তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বলুন, আপনাদের কত জনের আয় আট লক্ষ টাকা? কেন্দ্র এই সংরক্ষণ চালু করে সাধারণ শ্রেণির যুবক-যুবতীদের সিল করে দিচ্ছে৷ এই সংরক্ষণ চালু হলে এস, এসটি, ওবিসিদের সমস্যা হবে৷ সংরক্ষণ চালু হলে সাধারণ গরিব মানুষ চাকরি পাবে না৷’’



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

শুক্রবার বারাসতে ২৩ তম রাজ্য যাত্রা উৎসবের আনুষ্ঠানিক সূচনা মঞ্চ থেকে কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে মুখ খোলেন৷ কেন্দ্রকে আক্রমণের পাশাপাশি রাজ্যের উন্নয়ন তুলে ধরেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়৷ বারাসতের কাছারি ময়দানে এই উৎসবের শিল্পীদের এককালীন ভাতা বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ যাত্রা-শিল্পীদের ভাতা ন’হাজার থেকে ১৫ হাজার বাড়িয়ে দেন৷

মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বারাসত শহর জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা মুড়ে ফেলা হয়৷ কয়েকদিন আগে থেকেই সেখানে প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়৷ জেলা প্রশাসনের কর্তাদের পাশাপাশি জেলা তৃণমূল নেতৃত্ব অনুষ্ঠানের তদারকি করেন৷  হেলিকপ্টারে করে নদীয়া থেকে বারাসতে আসেন তিনি৷

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৩২ দিন যাত্রা উৎসব চলবে৷ তারমধ্যে প্রথম দু’দিন কাছারি ময়দানে যাত্রা মঞ্চস্থ হবে৷ আর বাকি ৩০ দিন বাগবাজারে ফণিভূষণ বিদ্যাবিনোদ যাত্রামঞ্চে যাত্রা মঞ্চস্থ হবে৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *