নয়াদিল্লি: শ্রদ্ধা ওয়াকার খুনে নতুন মোড়। এতদিন ধরে যে জিনিসের খোঁজ চালাচ্ছিল পুলিশ সেই খুনের অস্ত্রের হদিশ হয়তো মিলল। কারণ জানা গিয়েছে, দিল্লি পুলিশ সম্প্রতি ৫টি ছুরির খোঁজ পেয়েছে। তাদের ধারণা এই ছুরিগুলি দিয়েই শ্রদ্ধা দেহ ৩৫ টুকরো করেছিল আফতাব। এই ছুরিগুলি আপাতত ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানান হয়েছে।
আরও পড়ুন- জেলে বন্দি মন্ত্রীকে তেল মালিশ! কী ভাবে ফাঁস ছবি, ED-র বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস
অস্ত্র উদ্ধার হওয়ার পরেও পুলিশ কি প্রমাণ করতে পারবে যে আফতাবই খুন করেছে শ্রদ্ধা ওয়াকারকে? কারণ শ্রদ্ধার মৃতদেহ খুঁজে পাচ্ছে না পুলিশ। আর কাউকে মৃত প্রমাণ করতে হলে তাঁর দেহ পাওয়াটা জরুরি, এমনটাই বলছে আইন। তাহলে কি আফতাব তার কৃতকর্মের জন্য শাস্তি পাবে না? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আসলে পুলিশের হাতে এমন কোনও প্রমাণ উঠে আসেনি যার ভিত্তিতে বলা যায় শ্রদ্ধা খুন হয়েছেন। যদিও দিল্লি পুলিশ জানিয়েছিল যে, আফতাব শ্রদ্ধাকে খুনের কথা স্বীকার করেছে। রাগের বশে সে তাকে খুন করে। আদালতেও নাকি এমনটাই জানিয়েছে সে। তবে আফতাবের আইনজীবী বলেছেন অন্য কথা। তিনি জানান, এমন কোনও স্বীকারোক্তি আফতাব করেনি।
তবে এই অস্ত্র উদ্ধারের পর তদন্তে আরও গতি আসবে বলাই যায়। এর আগে দিল্লিতে আফতাবের ফ্ল্যাট থেকে ১টি করাত উদ্ধার হয়। দেহ টুকরো করতে ওই করাতটি ব্যবহার করা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এখন শুধু শ্রদ্ধার মৃতদেহ খুঁজে পাওয়ায় অপেক্ষায় রয়েছে পুলিশ। জঙ্গলে তল্লাশি চালিয়ে শরীরের বড় কোনও টুকরো এখনও খুঁজে পায়নি তারা। হাতের কবজি, চোয়ালের মতো টুকরো পেলেও তা আদতে শ্রদ্ধার কিনা তা জানতে এখনও সময় লাগবে।