শিক্ষক নিয়োগের দাবিতে ‘মৃত্যু’ মঞ্চে ‘মাননীয়া’কে আমন্ত্রণ SSC চাকরি-প্রার্থীদের

আজ বিকেল: লোকসভা নির্বাচনের আগে শিক্ষা-দপ্তরে ঝাঁকুনি দিতে সোমবার নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শিক্ষায় দুর্নীতি ও শিক্ষক নিয়োগে নানান জটিলতা নিয়ে এদিন মুখ খুলতে পারেন মুখ্যমন্ত্রীর৷ সোমবার নবান্ন গুরুত্বপূর্ণ বৈঠকে আগে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি প্রকাশ করলেন চাকরি-প্রার্থীদের একাংশ৷ এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের তরফে বেশ কিছু দাবি-দাওয়া প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে লেখা হয়েছে

শিক্ষক নিয়োগের দাবিতে ‘মৃত্যু’ মঞ্চে ‘মাননীয়া’কে আমন্ত্রণ SSC চাকরি-প্রার্থীদের

আজ বিকেল: লোকসভা নির্বাচনের আগে শিক্ষা-দপ্তরে ঝাঁকুনি দিতে সোমবার নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শিক্ষায় দুর্নীতি ও শিক্ষক নিয়োগে নানান জটিলতা নিয়ে এদিন মুখ খুলতে পারেন মুখ্যমন্ত্রীর৷ সোমবার নবান্ন গুরুত্বপূর্ণ বৈঠকে আগে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি প্রকাশ করলেন চাকরি-প্রার্থীদের একাংশ৷

এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের তরফে বেশ কিছু দাবি-দাওয়া প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে লেখা হয়েছে খোলা চিঠি৷ মেহেবুব মণ্ডল বলেন, ‘‘নবান্নে কি আলোচনা হবে, জানিনা৷ তবে বারংবার নবান্ন থেকে নবান্নের প্রধানের বাড়িতে আমরা যে দাবিপত্র জামা দিয়ে এসেছি, তা পূরণ না হলে সামনের মাসে আমাদের মৃত্যু মঞ্চে মাননীয়াকে আসতে হবে আমাদের কাছে৷ হবেই হবে, না হলে লোকসভার শোভাযাত্রা বের হবে আমাদের লাশ কাঁধে নিয়ে৷’’

শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে এদিন বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবিও তুলে ধরা হয়েছে৷ প্রথমত, নবম-দশমের দ্বিতীয় কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জানুয়ারির ২০ তারিখের মধ্যে প্রকাশ করার দাবি জানানো হয়েছে৷ দ্বিতীয়ত, শূন্যপদ সমস্যার সমাধান করে জানুয়ারিতেই একাদশ-দ্বাদশের তৃতীয় কাউন্সেলিং করাতে হবে৷ ও পরপর বাকি কাউন্সেলিংগুলি করাতে হবে৷ তৃতীয়ত, আপটুডেট ভ্যাকেন্সিতে (নমব-দ্বাদশ) অপেক্ষমাণ তালিকাভুক্তদের এমপ্যেনেলভূক্ত করানোর দাবি জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 8 =