কলকাতা: বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবিতে সোমবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন অস্থায়ী কম্পিউটার শিক্ষকরা৷ পরে, কম্পিউটার শিক্ষকদের চারজনের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেন৷ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মেলায় বিক্ষোভ থামে৷
বছরখানেক আগে রাজ্য সরকারের সংস্থা ওয়েবেল, দুটি বেসরকারি সংস্তাকে অস্থায়ীভাবে কিছু কম্পিউটার শিক্ষক নিয়োগ করার ভার দেয়৷ সেই অনুযায়ী ওই দুই সংস্থা অস্থায়ী ভাবে কিছু সরকারি স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ করে৷ কিন্তু পরবর্তী সময়ে সেই অস্থায়ী কম্পিউটার শিক্ষকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়৷ অনিয়মিত বেতনের অভিযোগ ওঠে৷ ৫২ দিন বাদে বাদে তাঁদের মাত্র ৪৬৮০ টাকা দেওয়া হয় বলে অভিযোগ৷ তাঁদের দাবিগুলির মধ্যে অন্যতম, বেতন বৃদ্ধি, নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন, তাঁদের চাকরির স্থায়ীকরণ। কোনও বেসরকারি সংস্থার হস্তক্ষেপ সরিয়ে তাঁদের নিয়োগকে সরকারিকরণ করে দিতে হবে বলেও দাবি করেন তাঁরা। এছাড়াও স্কুলে পড়ানো অন্যান্য বিষয়ের মতোই কম্পিউটার শিক্ষারও একটি নির্দিষ্ট পাঠ্যসূচির ব্যবস্থা করতে হবে। যেখানে ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ অবধি সেই নির্দিষ্ট পাঠ্যসূচি অনুযায়ী পড়ানো হবে।