এক নোটিসেই কাজ হারালেন কয়েক হাজার শ্রমিক

টিটাগড়: সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেওয়া হল টিটাগড়ের ডেডিকো হাইপার প্রাইভেট লিমিটেড জুট মিলে। শনিবার পর্যন্ত স্বাভাবিকই চলছিল কাজ। সোমবার সকালে এসে শ্রমিকরা আচমকা দেখতে পায় মিলের গেটে মিল বন্ধের নোটিস ঝুলিয়েছে কর্তৃপক্ষ। মিল বন্ধ হওয়ার ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় আড়াই হাজার শ্রমিক। সোমবার সকলে গেটের গায়ে ওই নোটিশ দেখতে পেয়ে ক্ষোভে ফেটে

এক নোটিসেই কাজ হারালেন কয়েক হাজার শ্রমিক

টিটাগড়: সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেওয়া হল টিটাগড়ের ডেডিকো হাইপার প্রাইভেট লিমিটেড জুট মিলে। শনিবার পর্যন্ত স্বাভাবিকই চলছিল কাজ। সোমবার সকালে এসে শ্রমিকরা আচমকা দেখতে পায় মিলের গেটে মিল বন্ধের নোটিস ঝুলিয়েছে কর্তৃপক্ষ। মিল বন্ধ হওয়ার ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় আড়াই হাজার শ্রমিক। সোমবার সকলে গেটের গায়ে ওই নোটিশ দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকেরা। কারণ হিসেবে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে শ্রমিক অসন্তোষ এবং ঠিকমতো কাজ না করা। শ্রমিকরা তা মানতে নারাজ।

তাঁদের বক্তব্য, কারখানায় সিসিটিভি লাগানো রয়েছে, কেউ চাইলেই দেখে নিতে পারে আদৌ কাজের পরিস্থিতি ঠিকঠাক ছিল কিনা। তাঁদের অভিযোগ, মালিকপক্ষ নিজেদের অসুবিধার জন্যই মিল বন্ধ করেছে। মিথ্যা অভিযোগ আনা হচ্ছে শ্রমিকদের বিরুদ্ধে। তাঁরা বলেন এই কারখানায় পি এফ সহ অন্যান্য সুবিধাটুকুও নেই। মিল বন্ধ হওয়ায় কর্মহীন হয়ে পড়লেন প্রায় দু থেকে আড়াই হাজার শ্রমিক। কারখানা গেটে কোনও গণ্ডগোল এড়াতে বসানো হয়েছে পুলিশ প্রহরা। মিল বন্ধ নিয়ে কারখানা কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − ten =