নয়াদিল্লি: ইউপিএসসি চাকরি প্রার্থীরা মঙ্গলবার যন্তর-মন্তরে বিক্ষোভ দেখালেন। পরীক্ষাবিধির অপ্রত্যাশিত পরিবর্তনের কারণে যাঁরা বিপদে পড়েছেন, তাঁদের জন্য ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় কিছু বিকল্প (কমপেনসেটরি অ্যাটেম্পট) ব্যবস্থা চালু করতে হবে।
কেন্দ্রের সিভিল সার্ভিস পরীক্ষা (ইউপিএসসি)-তে বসার আর একবার সুযোগ দেওয়া হোক। এই দাবিতে ৩ জানুয়ারি মধ্যরাতে বিজেপি সভাপতি অমিত শাহর বাড়ির সামনে বিক্ষোভ দেখান একঝাঁক ছাত্র-ছাত্রী। পুলিশ জানিয়েছে, ৫২ জন চাকরি প্রার্থী মাঝরাতে বিক্ষোভে সামিল হন। অমিত শাহর দিল্লির বাড়ির সামনে মোমবাতি জ্বালিয়ে তাঁরা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান।
UPSC aspirants stage protest at Jantar Mantar demanding compensatory attempts in UPSC Civil Services Exam for those who suffered due to the Civil Services Aptitude Test (CSAT) exam pattern pic.twitter.com/TXxjJXT9wM
— ANI (@ANI) January 15, 2019