‘সিভিক টিচার’ নিয়োগের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ

আজ বিকেল: শিক্ষক অপ্রতুলতা রুখতে কলেজ উত্তীর্ণ নব্য স্নাতকদের ‘ইন্টার্ন’ হিসেবে ব্যবহার করার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার৷ সোমবার নবান্নে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কলেজ অধ্যক্ষদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নব্য স্নাতকরা কলেজজীবন শেষ করার পর চাকরি খোঁজার মাঝে দু’বছরের জন্য ‘ইন্টার্ন’ শিক্ষক হিসেবে পাঠ দিতে পারবেন৷

‘সিভিক টিচার’ নিয়োগের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ

আজ বিকেল: শিক্ষক অপ্রতুলতা রুখতে কলেজ উত্তীর্ণ নব্য স্নাতকদের ‘ইন্টার্ন’ হিসেবে ব্যবহার করার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার৷ সোমবার নবান্নে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কলেজ অধ্যক্ষদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নব্য স্নাতকরা কলেজজীবন শেষ করার পর চাকরি খোঁজার মাঝে দু’বছরের জন্য ‘ইন্টার্ন’ শিক্ষক হিসেবে পাঠ দিতে পারবেন৷ সাধারণ স্নাতকরা প্রাথমিক বিদ্যালয়গুলিতে এবং অনার্স সহ স্নাতক ও স্নাতকোত্তররা মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে পাঠদানের ক্ষেত্রে ইন্টার্ন হিসেবে সাহায্য করতে পারবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন৷ বিনিময়ে মাসিক সাম্মানিক ভাতা পাবেন তাঁরা। প্রাথমিক স্কুলের ক্ষেত্রে তা দু’হাজার এবং মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্তরে আড়াই হাজার টাকা৷

রাজ্য সরকারের নয়া এই পরিকল্পনা কেন্দ্র করে রাজ্যজুড়ে তৈরি হয়েছে বিতর্ক৷ রাজ্যের এই ভাবনার বিরুদ্ধে ইতিমধ্যেই পথে নেমেছে বাম ছাত্র সংগঠন এএফআই ও ডিওয়াইএফআই৷ ‘সিভিক টিচার’ নিয়োগের প্রতিবাদে সোমবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিল SFI ও DYFI৷ এদিন মিছিল শেষে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়৷ আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনেরও ডাক দিয়েছে বাম ছাত্র-যুব সংগঠন৷ ছাত্র-যুব সংগঠনের পাশাপাশি একাধিক শিক্ষক সংগঠনের তরফেও রাজ্যের এই প্রস্তাবের বিরোধিতা করা হয়েছে৷ মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি, শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ ও বিরোধী দলের একাধিক শিক্ষক সংগঠনের তরফে কড়া ভাষায় সমালোচনা করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + four =