কর্মসংস্থান বাড়াতে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক

কলকাতা: পশ্চিমবঙ্গে শিল্পে ৭৫০ কোটি টাকা বিনিয়োগের নির্দিষ্ট কিছু প্রস্তাব এসেছে বলে দাবি করল রাজ্য। বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পমন্ত্রী ও অন্যান্যদের সঙ্গে আলোচনা করেন। এই বিনিয়োগের প্রস্তাবের দাবি করে পরে রাজ্যের পরিষদীয় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, আজ আটটি আবেদন মন্ত্রিসভার পরিকাঠামো ও শিল্প কমিটি খতিয়ে অনুমোদন

কর্মসংস্থান বাড়াতে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক

কলকাতা: পশ্চিমবঙ্গে শিল্পে ৭৫০ কোটি টাকা বিনিয়োগের নির্দিষ্ট কিছু প্রস্তাব এসেছে বলে দাবি করল রাজ্য। বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পমন্ত্রী ও অন্যান্যদের সঙ্গে আলোচনা করেন।

এই বিনিয়োগের প্রস্তাবের দাবি করে পরে রাজ্যের পরিষদীয় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, আজ আটটি আবেদন মন্ত্রিসভার পরিকাঠামো ও শিল্প কমিটি খতিয়ে অনুমোদন দিয়েছে৷ ৫,০৬৮.১৮ বর্গফুট জায়গা বরাদ্দ করা হচ্ছে এই সব মডিউলের জন্য৷  কোথায় কোথায়, কী ধরণের মডিউল হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না৷ তবে, পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের যে সব শিল্পপার্ক আছে, সেগুলি ব্যবহার করা হবে৷ নতুন প্রকল্পগুলির জন্য অনেকে কাজের সুযোগ পাবেন৷

এদিকে, ৭৩.৩৫ একর জমির ওপর ব্রিটানিয়া সংস্থাও একটি প্রকল্প রূপায়িত করতে চায়। এই কারণে ওই সংস্থা প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে। কী ধরণের বা কোথায় হবে এই প্রকল্প, তা অবশ্য পার্থবাবু সাংবাদিকদের জানাতে পারেননি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − thirteen =