প্রশ্নফাঁস কাণ্ডে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি এসএসকে-এমএসকে শিক্ষকদের

কলকাতা: কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে তোপ দেগে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ তৃণমূল এসএসকে-এমএসকে শিক্ষক ও এএস ঐক্য মঞ্চ৷ সংগঠনের দাবি, প্রায় ৫৫ হাজার এমএসকে এবং এসএসকে শিক্ষক সমস্যায় পড়েছেন৷ কেন্দ্রীয় সরকারের দ্বিচারিতা ও কূটনীতির ফলে প্রশ্নফাঁস কাণ্ডে পরীক্ষা বাতিলের নির্দেশের কারণে এই বিপত্তি৷ তাছাড়া ষাটোর্ধ্ব শিক্ষকরা একইদিনে একটানা ছ’ঘণ্টা পরীক্ষা কীভাবে দেবেন, তা

29df746afed7327a9475135e17226fcc

প্রশ্নফাঁস কাণ্ডে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি এসএসকে-এমএসকে শিক্ষকদের

কলকাতা: কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে তোপ দেগে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ তৃণমূল এসএসকে-এমএসকে শিক্ষক ও এএস ঐক্য মঞ্চ৷ সংগঠনের দাবি, প্রায় ৫৫ হাজার এমএসকে এবং এসএসকে শিক্ষক সমস্যায় পড়েছেন৷ কেন্দ্রীয় সরকারের দ্বিচারিতা ও কূটনীতির ফলে প্রশ্নফাঁস কাণ্ডে পরীক্ষা বাতিলের নির্দেশের কারণে এই বিপত্তি৷ তাছাড়া ষাটোর্ধ্ব শিক্ষকরা একইদিনে একটানা ছ’ঘণ্টা পরীক্ষা কীভাবে দেবেন, তা নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠন৷

অন্যদিকে, পাশ ফেল, ইন্টার্নশিপ এবং ডিএলএড নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি৷ তাদের বক্তব্য, স্কুলে স্কুলে ইন্টার্ন নিয়োগের বিষয়টির কারণে হতাশ বহু চাকরিপ্রার্থী৷ প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রশিক্ষণরত হাজার হাজার প্রার্থীর চাকরি সুনিশ্চিত করা সংক্রান্ত কোনও ঘোষণা না থাকায় ক্ষোভ তৈরি হয়েছে তাঁদের মধ্যে৷ পাশাপাশি পাশ-ফেল চালু করার মনোভাব পোষণ করলেও, এই সরকার এখনও তা কার্যকর করার ক্ষেত্রে টালবাহানা করছে৷ দ্রুত তা চালু করার দাবি জানানো হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *