তাঁর বিরুদ্ধেই তো টুইট হয়! সাখেতের গ্রেফতারিতে খোঁচা মমতার, পাল্টা দিল বিজেপি

তাঁর বিরুদ্ধেই তো টুইট হয়! সাখেতের গ্রেফতারিতে খোঁচা মমতার, পাল্টা দিল বিজেপি

4d5a56b1b8b21912fed44baaceede5b1

জয়পুর: তৃণমূলের জাতীয় মুখপাত্র সাখেত গোখেলের গ্রেফতারি নিয়ে বঙ্গ রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন তো ছিলেনই, এবার এই ইস্যুতে মুখ খুলে বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেছেন যে, এটি বিজেপি সরকারের প্রতিহিংসামূলক পদক্ষেপ।

আরও পড়ুন: জাতীয় মুখপাত্রের গ্রেফতারি নিয়ে গর্জালেন অভিষেক, টুইটে বিজেপিকে আক্রমণ

মঙ্গলবার অজমেঢ় শরিফে প্রার্থনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সেখানে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, যা হয়েছে খুবই খারাপ বিষয়। সাখেত খুবই ভালো মানুষ। ও কোনও কিছু ভুল করেনি, বলেন তিনি। মমতার কথায়, গোখলে অসুস্থ হওয়া সত্ত্বেও তাঁকে মাঝরাতে গ্রেফতার করে নিয়ে গিয়েছে পুলিশ। কারণ, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটা টুইট করেছিলেন তিনি। এই মন্তব্য করেই গোটা বিষয়টিকে ধিক্কার জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর কথার পাল্টা দিয়েছে ভারতীয় জনতা পার্টিও। বিজেপির তরফে বলা হয়েছে, প্রতিহিংসার রাজনীতি কাকে বলে তার নিদর্শন আছে বাংলাতেই।

তবে মমতা নিজের প্রসঙ্গও টেনেছেন এই বিষয়ে। জানিয়েছেন, তাঁর বিরুদ্ধেও অনেক টুইট হয়। তবে সাইবার অপরাধের বিষয়টি দেখা উচিত। দেশের বিপদ হতে পারে, ব্যক্তিগত আক্রমণ হয়, এমন কিছু লেখা উচিত নয়। তবে যে ইস্যুতে সাখেত টুইট করেছিলেন তা বড় কাণ্ড, ব্রিজ দুর্ঘটনা নিয়ে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *