আদালতের অভাব অনুভব হবে না! রাজ্যসভায় স্বাগতভাষণে ধনকড়কে বললেন মোদী

আদালতের অভাব অনুভব হবে না! রাজ্যসভায় স্বাগতভাষণে ধনকড়কে বললেন মোদী

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল এবং বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে রাজ্যসভায় স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি শীতকালীন অধিবেশনে প্রথমবার রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ধনকড়। সেই প্রেক্ষিতেই তাঁকে রাজ্যসভায় স্বাগত জানান দেশের প্রধানমন্ত্রী। তবে স্বাগত ভাষণে কী বললেন তিনি তাঁকে?

আরও পড়ুন- ছেলে কোলে মঞ্চে গান গাইলেন শ্রেয়া, ‘মুহূর্ত’ ক্যামেরাবন্দি করলেন স্বামী!

এদিন রাজ্যসভায় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে স্বাগত বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, সংসদের উচ্চকক্ষে আদালতের অভাব অনুভব করবেন না তিনি। আসলে জগদীপ ধনখড় এককালে পেশায় আইনজীবী ছিলেন। এরপর তাঁর রাজনীতিতে প্রবেশ। তাই রাজ্যসভায় তাঁকে স্বাগত জানিয়ে সেই আদালতের কথাই মনে করালেন মোদী। তিনি বলেছেন, এই জায়গায় তাঁর সঙ্গে আরও অনেকের দেখা হবে যাদেরকে তিনি আগেই আদালতে দেখেছেন বা চেনেন। এছাড়া জগদীপ ধনকড়ের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তাঁর শৈশব এবং পরবর্তী সময়ের কৃতিত্ব নিয়ে কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জগদীপ ধনকড় সাধারণ পরিবার থেকে এসে যে মাইলফলকে পৌঁছেছেন তা দেশের অনেক মানুষের জন্য অনুপ্রেরণা। একজন কৃষকের ছেলে এবং সৈনিক স্কুলের ছাত্রের মধ্যে দুইয়ের মিশেল আছে যা সাধারণ মানুষকে অনুপ্রেরণা দেয়। উপরাষ্ট্রপতির পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কেও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − ten =