বাড়মের: মনে অদম্য জেদ আর সাহস নিয়ে প্রতিবন্ধকতার বেড়া ভেঙেছেন তিনি৷ ইচ্ছাশক্তিতে ভর করে পাড় করেছেন সমস্ত বাধা৷ শত বাধা বিপত্তি কাটিয়ে আজ তাঁর গায়ে উঠেছে পুলিশের উর্দি৷ তিনি শুধু পুলিশেই যোগ দেননি, সাব-ইনস্পেক্টর হয়ে গোটা গ্রামের মানুষকে হতবাক করেছেন৷ যাবতীয় সমালোচনার মুখে সপাটে জবাব দিয়েছেন হেমলতা৷
আরও পড়ুন- আদালতের অভাব অনুভব হবে না! রাজ্যসভায় স্বাগতভাষণে ধনকড়কে বললেন মোদী
পুলিশ আধিকারিক হয়ে গ্রামে পা রাখতেই তাঁর পথে ফুল বিছিয়ে দেন গ্রামবাসীরা৷ ফুল ছড়িয়ে স্বাগত জানানো হয় তাঁকে৷ এদিকে, বোনের সাফল্যে দারুন উচ্ছ্বসিত তাঁর দাদারা৷ বোনকে একেবারে নিজেদের কাঁধে তুলে নিয়ে ঘোরালেন গোটা গ্রাম৷
রাজস্থানের বাড়মের জেলার ছোট গ্রাম সরণুর বাসিন্দা হেমলতা। তাঁর বয়সি মেয়েরা যখন গ্রামের সীমানা পেরতে দ্বিধা করেন, তখন তিনি সাহস দেখিয়েছেন গ্রাম ছাড়ার৷ অদৃশ্য লক্ষ্মণরেখা পাড় করে স্বপ্ন পূরণের পথে পা বাড়ানোর সাহস দেখান হেমলতা৷ শুধু গ্রাম ছেড়েই বেরননি, নিজের লক্ষ্য পূরণ করে তবেই ফিরেছেন বাড়ি।
এক সাক্ষাৎকারে হেমলতা জানান, গ্রামেরই একটি স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন তিনি। এর পর নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনার জন্য ভর্তি হন গ্রামের বাইরের একটি স্কুলে৷ বাড়ি থেকে প্রতিদিন ১৪ কিলোমিটার হেঁটে স্কুলে যেতে হত তাঁকে৷
হেমলতার বাবা দুর্গারাম জাখড় পেশায় কৃষক। অল্প বিস্তর জমিজমা রয়েছে তাঁর। সেই জমিতে চাষ করে যা আয় হয় তা দিয়েই কোনও ক্রমে চলত সংসার৷ ফলে ছোট থেকেই সংসারে অভাব-অনটন দেখে বেড়ে ওঠে হেমলতা৷ তবে স্বপ্ন দেখতে ভোলেননি তিনি৷ সেই সঙ্গে মনে অদম্য জেদ কিছু একটা করে দেখানোর। সেই স্বপ্নই তাঁকে প্রতি মুহূর্ত তাড়া করে বেরাত৷ হেমলতা বলেন, “ছোট থেকেই স্বপ্ন ছিল পুলিশ অফিসার হব। পুলিশের উর্দি আমাকে বরাবরই আকৃষ্ট করত। আর সেই উর্দি গায়ে পরার জন্য দিনরাত কসরত করে গিয়েছি৷’’
হেমলতাই তাঁর গ্রামের প্রথম পুলিশ অফিসার৷ এর আগে কোনও পুরুষ বা মহিলা সাব-ইনস্পেক্টর হননি। এমনকী পুলিশেও চাকরি করেননি। হেমলতার বাবা বলেন, “মেয়ে যখন পুলিশের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন গ্রামবাসীরা তাঁকে নিয়ে নিত্য দিন ঠাট্টা-তামাশা করেছেন। কিন্তু মেয়ের প্রতি আমার সম্পূর্ণ আস্থা ও ভরসা ছিল৷ বিশ্বাস ছিল এক দিন ও পুলিশ অফিসার হবেই এবং পরিবার ও গ্রামের মুখ উজ্জ্বল করবে।”
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>