‘এত বড় পরিবর্তনের জন্য ধন্যবাদ’, দিল্লি জিতে বললেন কেজরি

‘এত বড় পরিবর্তনের জন্য ধন্যবাদ’, দিল্লি জিতে বললেন কেজরি

নয়াদিল্লি: অনুমান বাস্তবে পরিণত হল। দিল্লি পুরসভা হাতছাড়া হল ভারতীয় জনতা পার্টি শিবিরের। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বড় রকমের জয় পাকা করে ফেলল এই নির্বাচনে। ঘোষিত ওয়ার্ডের নিরিখে সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ ১২৬ টি ওয়ার্ড পেরিয়ে গিয়েছে আপ। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আপ জিতেছে ১২৬ টি ওয়ার্ড। বিজেপি ৯৭ টি ওয়ার্ডে জয়লাভ করেছে। সব মিলিয়ে মোট ১৩৪ টি আসন আপের দখলে, বিজেপি পেয়েছে ১০৪ টি আসন।

আরও পড়ুন: দিল্লিতে ধরাশায়ী কংগ্রেস, অর্ধেকের বেশি আসন জেতার পথে আপ

নির্বাচনের ফল স্পষ্ট হতেই আপ সমর্থক এবং কর্মীরা আনন্দে আত্মহারা। এদিকে দিল্লি জয়ের পর সাধারণ দিল্লিবাসী এবং দলের সমর্থক, কর্মীদের উদ্দেশে বার্তা দিয়ে সেই ঐক্যের কথাই বলেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি ‘ভারত মাতা কী জয়’ স্লোগান দিয়ে নিজের ভাষণ শুরু করেন। তারপর বলেন, দিল্লিবাসীকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন এত বড় জয় দেওয়ার জন্য, এত বড় পরিবর্তনের জন্য। যদিও তাঁর বার্তা, রাজনীতি এই দিন পর্যন্ত ছিল, আগামীকাল থেকে সবাই এক, সবাই মিলে দিল্লির উন্নতিতে কাজ করতে হবে। সকল দলের সকল প্রার্থী এবং নেতাদের তিনি আহ্বান জানিয়েছেন একত্রে কাজ করার জন্য।

এদিকে দিল্লিতে আপের এই জয়ে বিজেপির ১৫ বছরের রেকর্ড ভেঙে গেল। রাজ্যে অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি ক্ষমতায় থাকলেও, বিগত ১৫ বছর ধরে পুরনিগম নিজের দখলে ধরে রেখেছিল বিজেপি। তবে এবার সেই ক্ষমতা হাতছাড়া হল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =