কিছু বিপজ্জনক বিল আনছে সরকার, জোর করে পাস করার চেষ্টায়: মমতা

কিছু বিপজ্জনক বিল আনছে সরকার, জোর করে পাস করার চেষ্টায়: মমতা

নয়াদিল্লি: এই মুহূর্তে দিল্লি সফরে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেন। আর বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারকে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ করলেন তিনি। জানালেন, আগামী দিনে বেশ কিছু বিপজ্জনক বিল আনতে চলেছে সরকার এবং চেষ্টা করা হবে তা জোর করে পাস করানোর।

আরও পড়ুন- ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্র বিক্ষোভ, উত্তাল মেডিক্যাল, হাইকোর্টে গেলেন রোগীর আত্মীয়

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। বেশ কিছু বিপজ্জনক বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। যা দিয়ে রাজ্যের অধিকার খর্ব করা হতে পারে বলে তাঁর আশঙ্কা। মমতা এও বলেন, সংসদে বিজেপি সরকারের বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে তারা জোরপূর্বক বিল, পাস করিয়ে নেওয়ার চেষ্টা করে। মমতার কথায়, রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করে এমন কয়েকটা বিল আনছে সরকার। যা শাসক দল হিসেবে করতে পারে না তারা। ইতিমধ্যে জানা গিয়েছে, শীতকালীন অধিবেশনে ১৬ টি বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।

রাজধানীতে দাঁড়িয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ তুলছেন তখন তাঁর পাশে ছিলেন দলের শীর্ষস্থানীয় নেতারা। উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, অপরূপা পোদ্দার, ডঃ শান্তনু সেন, কাকলি ঘোষ দস্তিদার সহ প্রমুখ। তাঁদের পাশে নিয়েই মমতার বার্তা, তৃণমূল সংসদে গঠনমূলক ভূমিকা পালন করবে। বিরোধী দলগুলির সঙ্গে সহযোগিতা করা হবে।