গুজরাতে অনেকটা এগিয়ে বিজেপি, কংগ্রেসের সঙ্গে টক্কর হিমাচলে

গুজরাতে অনেকটা এগিয়ে বিজেপি, কংগ্রেসের সঙ্গে টক্কর হিমাচলে

কলকাতা: সকাল ৮ টা থেকে গুজরাত ও হিমাচলপ্রদেশে শুরু হয়েছে ভোট গণনা৷ প্রাথমিক গণনা বলছে, গুজরাতে অনেটকাই এগিয়ে রয়েছে বিজেপি৷ বিশাল কোনও পরিবর্তন না ঘটলে সপ্তমবার গুজরাতে সরকার গড়বে গেরুয়া দল৷ তবে এখনও চলছে হাড্ডাহাড্ডি লড়াই৷ 

আরও পড়ুন- সাগরে ঘনীভূত ঘূর্ণিঝড়! কতটা প্রভাব পড়বে বাংলায়, জানাল হাওয়া অফিস

 

শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী, বিজেপি ১৩০টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে ৪৮টিতে। অন্যদিকে, হিমাচলপ্রদেশেও একের অপরকে কড়া টক্কর দিচ্ছে রাজনৈতিক দলগুলি। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে কখনও এগিয়ে যাচ্ছে বিজেপি, কখনও কংগ্রেস।

এদিকে দিল্লি দখল করলেও গুজরাতে তেমন ছাপ ফেলতে পারেনি আপ। তবে প্রাক নির্বাচনী আভাস অনুযায়ী, আপ ভোট কেটেছে কংগ্রেসের৷  কাঁটা বিছিয়েছে হাত শিবিরের পথে। হিমাচলে এই মূহূর্তে কংগ্রেস ৩৩টি আসন ও  বিজেপি ৩২টি আসনে এগিয়ে রয়েছে।

বুথ ফেরত সমীক্ষাতে বলা হয়েছিল, আপ দশ শতাংশের কাছাকাছি ভোট পাবে। বিজেপি নাকি কংগ্রেস, কোন দলের ভোট কাটবে অরবিন্দ কেজরিওয়ালের আপ, তা নিচে চর্চা ছিল তুঙ্গে। এখনও পর্যন্ত  আপ ১৯ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছে।  কংগ্রেস আপ-কে নিয়ে বারবার আশঙ্কা প্রকাশ করেছিল৷  প্রচারে দাবি করেছিল, আপ এসে বিজেপির জয় নিশ্চিত করবে।

তবে গুজরাতে বিজেপি যে ভাবে প্রচার করেছে সেটা ছিল দেখবার মতো। এক বছর আগে থেকেই গুজরাতের রণকৌশল নিজের হাতে ছকেছিলেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে হাত মিলিয়েছিলেন আরও এক গুজরাতি নেতা অমিত শাহ।