কলকাতা: থমকে গেল রাজ্যের প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া৷ মেধা তালিকা প্রকাশ না করেই এই নিয়োগ শুরু হয়েছে, ছয় চাকরিপ্রার্থীর অভিযোগ সূত্রে সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শেখর ববি শরাফ ওই নিয়োগ প্রক্রিয়ার শেষ পর্যায়টি কার্যত নতুন করে শুরু করার নির্দেশ দিলেন৷
মামলাকারীদের অভিযোগ, মেধা তালিকা প্রকাশ না করেই প্রার্থীদের ‘ফাইনাল লিস্ট’ তৈরি করা হয়েছে৷ কিন্তু, এমন নিয়োগ প্রক্রিয়ার আইন অনুযায়ী মেধা তালিকা প্রকাশ না করে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপে যাওয়া যায় না৷ এখনও পার্সোনালিটি টেস্ট নেওয়া হয়নি৷ এই অভিযোগ সূত্রে আদালত বলেছে, এই ছয় মামলাকারীর পার্সোনালিটি টেস্ট নিতে হবে৷ তারপর তৈরি করা যাবে সফল প্রার্থীদের ফাইনাল লিস্ট৷ সেই সূত্রে প্রধান শিক্ষক নিয়োগের জন্য নতুন করে কাউন্সেলিংয়ের তারিখ প্রকাশ করতে হবে৷ কিন্তু, সবার আগে প্রকাশ করতে হবে মেধা তালিকা৷