হিমাচলেও ব্যাকফুটে সিপিএম, জেতা আসনেও মিলল চতুর্থ স্থান, এগিয়ে গেল নির্দলও

হিমাচলেও ব্যাকফুটে সিপিএম, জেতা আসনেও মিলল চতুর্থ স্থান, এগিয়ে গেল নির্দলও

0dcd3e00ce8b0c9f4af0364126c59c7e

শিমলা: একুশের নির্বাচনে পশ্চিমবঙ্গে খাতাই খুলতে পারেনি বামেরা৷ টিমটিম করে আলো জ্বলছিল হিমাচল প্রদেশে৷ কিন্তু, সেখানেও ধাক্কা খেল লাল ঝাণ্ডা৷ শুধু হারই না, গত বারের বিধানসভা ভোটে জেতা আসনে চতুর্থ স্থানে চলে গেল সিপিএম। অন্যদিকে, রাজধানী শিমলার অদূরে থিয়োগ আসন জিতে নিল ২০১৭-র বিধানসভা ভোটে তৃতীয় স্থানে থাকা কংগ্রেস।

আরও পড়ুন- BJP-কে টক্কর দিতে পারে একমাত্র AAP? ক্রমশ মোদির বিকল্প মুখ হয়ে উঠছেন কেজরিওয়াল?

এবার থিয়োগ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি কুলদীপ সিং রাঠৌর৷ প্রায় ৩০ শতাংশ ভোট পেয়ে জিতেছেন তিনি। দ্বিতীয় স্থানে আছেন বিজেপি প্রার্থী অজয় শ্যাম৷ তিনি পেয়েছেন প্রায় ২২ শতাংশ ভোট। অন্য দিকে, বিদায়ী সিপিএম বিধায়ক রাকেশ সিং পেয়েছেন মাত্র ১৯ শতাংশ ভোট। এমনকি, তাঁর চেয়ে বেশি ভোট পেয়েছেন এক নির্দল প্রার্থী৷ তাঁর ভোটের হার ২১ শতাংশের বেশি৷ 

অঙ্কের হিসাবে কুলদীপ পেয়েছেন ১৯,৪৪৭ ভোট৷ অজয় ১৪,১৭৮ ভোট এবং রাকেশ ১২,২১০টি ভোট৷ তৃতীয় স্থানে থাকা নির্দল প্রার্থী ইন্দু বর্মা পেয়েছেন ১৩,৮৪৮টি ভোট।

অথচ গত বিধানসভা ভোটে ত্রিমুখী লড়াইয়ে ৪৩ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন রাকেশ। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী পেয়েছিলেন ৩১ শতাংশ ভোট এবং কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন প্রায় ১৯ শতাংশ ভোট৷ নির্বাচনের আগে রাকেশের হয়ে প্রচারে গিয়েছিলেন সিপিএম নেত্রী বৃন্দা কারাত৷ সেখানে গিয়ে তিনি দাবি করেছিলেন, এই আসনে জয়ের ব্যবধান আরও বাড়বে। উল্লেখ্য,  ১৯৯৩ সালে হিমাচলের বিধানসভা ভোটে প্রথম সিপিএম প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন এই রাকেশই।