কংগ্রেসের কাছে বিজেপি ধরাশায়ী, হিমাচল নিয়ে অন্য ব্যাখ্যা নাড্ডার

কংগ্রেসের কাছে বিজেপি ধরাশায়ী, হিমাচল নিয়ে অন্য ব্যাখ্যা নাড্ডার

শিমলা: গুজরাটে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে বিজেপি। কিন্তু হিমাচল প্রদেশে তাদের হারতে হয়েছে কংগ্রেসের কাছে। একই দিনে যেন বিজেপির অন্দরে দুই মাহল। ইতিমধ্যেই নিজের রাজ্যের সাফল্যে টুইট বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি অবশ্য হিমাচলের কথাও বলেছেন। তবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা হয়তো তেমন খুশি হতে পারেননি। কারণ হিমাচলেই তিনি হেরে গিয়েছেন। যদিও এই হার নিয়ে তাঁর অন্য ব্যাখ্যাও রয়েছে।

আরও পড়ুন- BJP-কে টক্কর দিতে পারে একমাত্র AAP? ক্রমশ মোদির বিকল্প মুখ হয়ে উঠছেন কেজরিওয়াল?

নাড্ডার কথায়, হিমাচলে সাফল্য পায়নি দল, সেটা ঠিক নয়। তবে রাজনীতির ধাঁচ পালটে গিয়েছে। আগে জয়ী এবং পরাজিত দলের মধ্যে পাঁচ শতাংশ ফারাক থাকত। এবার সেই ফারাক মাত্র ১ শতাংশের কম। তবে তারা মানুষের স্বার্থে কাজ করে যাবেন, এই প্রতিজ্ঞা করেছেন। এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট বার্তায় হিমাচল নিয়ে বলেছেন, সেখানে যদিও বা কংগ্রেস বাজিমাত করেছে তাও আগামী দিনে বিজেপি যে ভালো কাজ করতে চায় সেই ইঙ্গিত দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ”বিজেপির প্রতি ভালবাসা এবং সমর্থনের জন্য হিমাচল প্রদেশের মানুষকে ধন্যবাদ জানাই। রাজ্যবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণে ভবিষ্যতে আমরা আরও পরিশ্রম করব।”

এদিন গুজরাট নিয়ে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ”ধন্যবাদ গুজরাত। আমি আপ্লুত এই অসাধারণ ফলাফল দেখে। উন্নয়নের রাজনীতিকে আশীর্বাদ করেছেন মানুষ এবং একই সঙ্গে উন্নয়ন আরও জোরদার করতে তাঁদের আগ্রহ বুঝিয়ে দিয়েছেন। আমি গুজরাতের জনশক্তির কাছে মাথা নত করছি।” রাজ্যে যে জয় পেয়েছে বিজেপি তাতে আগামী লোকসভায় যে গেরুয়া শিবিরের বিরাট সুবিধা হতে পাতে তার একটা আভাস ইতিমধ্যেই মিলছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 2 =