নয়াদিল্লি: শ্রদ্ধা ওয়াকার খুনের তদন্ত এখনও চলছে, যদিও বা বড়সড় কোনও উপসংহারে এখনও আসতে পারেনি পুলিশ। তবে ইতিমধ্যেই একাধিক অভিযোগ উঠেছে খোদ পুলিশেরই বিরুদ্ধে। শ্রদ্ধার পরিবারের তরফে দাবি করা হয়েছে, পুলিশ যদি একটু আগে থেকে তদন্ত শুরু করত, তাদের সঙ্গে সহযোগিতা করত তাহলে হয়তো মেয়েটাকে বাঁচানো যেত। এই অভিযোগ তুলে আফতাব পুনাওয়ালার ফাঁসি চেয়েছেন শ্রদ্ধার বাবা।
আরও পড়ুন- জেলে বন্দি মন্ত্রীকে তেল মালিশ! কী ভাবে ফাঁস ছবি, ED-র বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস
পুলিশি তদন্তেই এর আগে উঠে এসেছে যে, ২ বছর আগে থানায় চিঠি লিখে তার পরিস্থিতির কথা জানিয়েছিল শ্রদ্ধা। তখন থেকেই তার আশঙ্কা ছিল যে আফতাব তাকে খুন করতে পারে। বর্তমানে ঘটনার তদন্তে সেই পুরনো চিঠি প্রকাশ্যে আসে যাতে আরও বড় প্রশ্ন চিহ্ন ওঠে পুলিশের কাজে। সেই প্রেক্ষিতেই এবার আরও বড় অভিযোগ তোলা হয়েছে। শ্রদ্ধার বাবার দাবি, মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ জানালেও গোড়ায় পুলিশ তৎপর হয়নি। মহারাষ্ট্রের দুই থানায় অভিযোগ জানালেও তারা কোনও পদক্ষেপ করেনি। তাঁর আক্ষেপ, পুলিশ যদি ঠিক সময়ে তদন্ত শুরু করত তাহলে শ্রদ্ধা আজ জীবিত থাকত।
” style=”border: 0px; overflow: hidden”” title=”হঠাৎ কেন সহবাস-সঙ্গী প্রেমিকা শ্রদ্ধাকে খুন? Why did Aaftab kill Shraddha?” width=”835″ height=”480″ frameborder=”0″>
শ্রদ্ধা হত্যাকাণ্ড প্রকাশ্যে আসার পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তার বাবা বিকাশ ওয়াকার। তাঁর বক্তব্য, তিনি এখন চাইছেন সঠিক তদন্ত হোক এবং আফতাবের ফাঁসি হোক। এতেই তারা শান্তি পাবেন। এদিন সাংবাদিক বৈঠকের আগে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের সঙ্গে সাক্ষাৎ করেন বিকাশ।