পুলিশ আগে তদন্ত করলে… ক্ষোভ উগড়ে আফতাবের ফাঁসি চাইলেন শ্রদ্ধার বাবা

পুলিশ আগে তদন্ত করলে… ক্ষোভ উগড়ে আফতাবের ফাঁসি চাইলেন শ্রদ্ধার বাবা

নয়াদিল্লি: শ্রদ্ধা ওয়াকার খুনের তদন্ত এখনও চলছে, যদিও বা বড়সড় কোনও উপসংহারে এখনও আসতে পারেনি পুলিশ। তবে ইতিমধ্যেই একাধিক অভিযোগ উঠেছে খোদ পুলিশেরই বিরুদ্ধে। শ্রদ্ধার পরিবারের তরফে দাবি করা হয়েছে, পুলিশ যদি একটু আগে থেকে তদন্ত শুরু করত, তাদের সঙ্গে সহযোগিতা করত তাহলে হয়তো মেয়েটাকে বাঁচানো যেত। এই অভিযোগ তুলে আফতাব পুনাওয়ালার ফাঁসি চেয়েছেন শ্রদ্ধার বাবা।

আরও পড়ুন- জেলে বন্দি মন্ত্রীকে তেল মালিশ! কী ভাবে ফাঁস ছবি, ED-র বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস

পুলিশি তদন্তেই এর আগে উঠে এসেছে যে, ২ বছর আগে থানায় চিঠি লিখে তার পরিস্থিতির কথা জানিয়েছিল শ্রদ্ধা। তখন থেকেই তার আশঙ্কা ছিল যে আফতাব তাকে খুন করতে পারে। বর্তমানে ঘটনার তদন্তে সেই পুরনো চিঠি প্রকাশ্যে আসে যাতে আরও বড় প্রশ্ন চিহ্ন ওঠে পুলিশের কাজে। সেই প্রেক্ষিতেই এবার আরও বড় অভিযোগ তোলা হয়েছে। শ্রদ্ধার বাবার দাবি, মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ জানালেও গোড়ায় পুলিশ তৎপর হয়নি। মহারাষ্ট্রের দুই থানায় অভিযোগ জানালেও তারা কোনও পদক্ষেপ করেনি। তাঁর আক্ষেপ, পুলিশ যদি ঠিক সময়ে তদন্ত শুরু করত তাহলে শ্রদ্ধা আজ জীবিত থাকত।