পুরনো সংস্থার PF-এর টাকা তুলবেন কীভাবে? রয়েছে সহজ পদ্ধতি

নয়াদিল্লি: পুরানো সংস্থায় প্রভিডেন্ট ফান্ডে গচ্ছিত অর্থ তুলবেন কীভাবে? অনলাইয়ের মাধ্যমেই হতে পারে সমস্যার সমাধান৷এর আগে বিভিন্ন কারণে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলতে গেলে ফর্ম পূরণের ঝক্কি পোহাতে হত৷ কিন্তু, এখন সবই সম্ভব অনলাইনে৷ কীভাবে অনলাইনের মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলবেন? পড়ুন সহজ পদ্ধতি৷ প্রথমত, নিজের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর UAN জোগাড় করুন৷ অফিসের পে-স্লিপে

পুরনো সংস্থার PF-এর টাকা তুলবেন কীভাবে? রয়েছে সহজ পদ্ধতি

নয়াদিল্লি: পুরানো সংস্থায় প্রভিডেন্ট ফান্ডে গচ্ছিত অর্থ তুলবেন কীভাবে? অনলাইয়ের মাধ্যমেই হতে পারে সমস্যার সমাধান৷এর আগে বিভিন্ন কারণে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলতে গেলে ফর্ম পূরণের ঝক্কি পোহাতে হত৷ কিন্তু, এখন সবই সম্ভব অনলাইনে৷ কীভাবে অনলাইনের মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলবেন? পড়ুন সহজ পদ্ধতি৷

প্রথমত, নিজের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর UAN জোগাড় করুন৷ অফিসের পে-স্লিপে UAN নম্বর উল্লেখ থাকে৷ তা হাতে পেলে, UAN অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করুন৷ UAN অ্যাক্টিভেট করতে ক্লিক করুন৷ দ্বিতীয়ত, এরজন্য প্রথমেই গুরুত্বপূর্ণ হল EPF-এর ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা UAN-এর সঙ্গে আধার নম্বর যোগ করতে হবে। এখনও আধার নম্বর-UAN যুক্ত না হয়ে থাকলে, তা যুক্ত করুন৷ তৃতীয়ত, আধার সংযুক্ত হলে, সর্বোচ্চ এক সপ্তাহ অপেক্ষা করতে হবে৷ তারমধ্যে আপনার পূর্ববর্তী সংস্থা আধার তথ্য যাচাই করে অনুমোদন দেবে৷ তা হয়ে গেলে, আপনার নথিভুক্ত নম্বরে মেসেজ আসবে৷ এছাড়াও UAN এর মাধ্যমে ই-সেবা পোর্টালে লগ ইন করে চেক করতে পারেন৷ চতুর্থত, লগ ইনের পর আপনার UAN অ্যাকাউন্টের বাঁ দিকে ‘অনলাইন সার্ভিস’ বা Online Services-এ ক্লিক করুন৷ এরপর যদি আগের সংস্থার PF-এর টাকা তুলতে হয়, তবে সেখান থেকে ‘ক্লেইম’ বা Claim-এ ক্লিক করুন৷ এবং যদি ট্রান্সফার করতে হয় তবে, তার নিচে ট্রান্সফার রিক্যোয়েস্ট যান৷ মনে রাখবেন, ফর্ম-৩১,১৯ এবং ১০সি টাকা তোলার জন্য৷ এরমধ্যে ফর্ম ১৯ PF-এর টাকা তোলার জন্য এবং ফর্ম ১০সি পেনশনের টাকা তোলার জন্য৷

এরপর আপনার KYC হয়ে থাকলে, পরবর্তী স্টেপে আপনার ব্যাংক তথ্য যাচাই (ভেরিফাই) করতে বলা হবে। অ্যাকাউন্ট নম্বরের শেষের ৪টি সংখ্যা উল্লেখ করে ভেরিফাই করে নিন। তবে তার আগে অবশ্যই KYC-তে গিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন৷ আপনি যদি PF-এর টাকা তুলতে চান, তবে তা সিলেক্ট করুন। যদি পেনশনের টাকা তুলতে চান, তা বেছে নিন। তবে একইসঙ্গে দু’টো বেছে নেওয়া সম্ভব নয়৷ ট্রান্সফার বা টাকা তোলার অনুরোধ করলে, আধার কর্তৃপক্ষের কাছে নথিভুক্ত মোবাইল ফোন নম্বরে OTP আসবে। তা উল্লেখ করে সাবমিট করুন৷ সাবমিট করার পর অল্প সময়ের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যাবে৷ এছাড়াও UAN-এর ওয়েবসাইটে গিয়ে স্টেটাস ট্র্যাক করতে পারবেন আপনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =