‘বেতন দিতে না পারায় ছাড়তে হয়েছিল স্কুল, দেখেছে বাবার সংগ্রাম, সেই ছেলেই গড়লেন অনাথের গুরুকুলম

‘বেতন দিতে না পারায় ছাড়তে হয়েছিল স্কুল, দেখেছে বাবার সংগ্রাম, সেই ছেলেই গড়লেন অনাথের গুরুকুলম

নয়াদিল্লি: উদ্দেশ্য সচন৷ নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান৷ বাবা ছিলেন সামান্য দর্জি৷ অভাবের সংসারে নুন আনতে ফুরোত পান্তা৷ মাসের শেষে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টুকু টাকা পড়ে থাকত, তা দিয়ে সন্তানের স্কুলের ফি ভরা দুষ্কর হয়ে উঠেছিল তাঁর কাছে৷ উদ্দেশ্য তখন ষষ্ঠ শ্রেণির পড়ুয়া৷ ফি দিতে না পারায় স্কুল ছাড়তে হল তাঁকে৷ এই ঘটনাটা ভীষণ ভাবে নাড়া দিয়ে গিয়েছিল কানপুরের বাসিন্দা উদ্দেশ্যর জীবনকে৷  এক সময়ের স্কুল ছুট উদ্দেশ্যই আজ গুরুকুলমের প্রতিষ্ঠাতা৷

আরও পড়ুন- ৪০০ ফুট গভীর গর্তের ৫৫ ফুটে আটকে ছিল তন্ময়! ৬৫ ঘণ্টা পর বেরিয়ে এল নিথর দেহ

বছর ৩১-এর সচন এক জাতীয় স্তরের সাংবাদমাধ্যমকে বলেন,  ‘‘এই ঘটনাটি আমাকে বদলে দিয়েছিল। আমাকে পড়াশোনা বন্ধ করে দিতে হয়েছিল৷ সেই ঘটনাটা আমি কখনওই ভুলতে পারিনি।” ২০১৯ সালে তিনি শুরু করেন ‘গুরুকুলম- খুশিয়োঁ ওয়ালা স্কুল (খুশির স্কুল)৷ নামের সঙ্গে সত্যিই মিল রয়েছে এর৷ কারণ এই স্কুলে শিশুরা নেয় জীবনের পাঠ৷ 

ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় স্কুল ছাড়ার ধাক্কাটা উদ্দেশ্যকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল৷ তবে কিছুদিনের মধ্যেই অবশ্য ছন্দে ফেরে তাঁর জীবন৷ বাবার ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটে৷ নতুন করে অন্য স্কুলে ভর্তি করা হয় তাঁকে৷ এর পর আর থামতে হয়নি৷ দর্শন নিয়ে স্নাতক পাশ করেন উদ্দেশ্য৷ ছেলের এই সাফল্যে বেশ আনন্দিতই ছিল তাঁর মধ্যবিত্ত পরিবার৷ তিনি বলেন, ‘‘আমার পরিবার চেয়েছিল আমি যেন একটি ভাল বেতনের চাকরি পেয়ে জীবনে থিতু হতে পারি৷ কিন্তু আমি আত্মবিশ্বাসী ছিলাম না। আমি কখনই মনে করিনি যে আমার কাজ করার দক্ষতা আছে৷ আমি প্রতিযোগিতার ভিড়ে যোগ দিতে চাইনি৷ যেখানে মানুষ তাঁর সারাটা জীবন কোনও না কোনও কিছুর পিছনে দৌড়তে থাকে৷ আমার কাছে পৃথিবীটা খুবই অসুখী জায়গা৷’’ তাঁর কথায়, ‘‘শিশুদের সব সময় শেখানো হয়, কী ভাবে সফল হতে হয়৷ আমি তাঁদের শেখাতে চেয়েছি কী ভাবে জীবনটাকে উপভোগ করতে হয়৷ সেই ধারণা থেকেই জন্ম নেয় ‘গুরুকুলম’৷ 

২০১৯ সালে বস্তির পাঁচজন শিশুকে নিয়ে শুরু হয় উদ্দেশ্যর খুশির স্কুল৷  ভাড়া বাড়ির ফাঁকা ক্লাস ঘরে একটা হোয়াইটবোর্ড নিয়ে তিনি বাচ্চাদের পড়াতে শুরু করেন। আজ সেই সংখ্যাটাই বেড়ে ১৫০৷  স্কুলে আসতে দারুণ পছন্দ করে খুদেরা৷ এক নজরে স্কুলটি আর পাঁচটা সাধারণ স্কুলের মতো লাগলেও, এর ভিতরে উঁকি দিলে জানা যায় প্রকৃত কাহিনি৷ এখানে ছোটদের বিভিন্ন রকম বইয়ের সঙ্গে পরিচয় গড়ে তোলা হয়৷ বড় পড়ুয়ারা ছোটদের সঙ্গে শেয়ার করেন তাদের অভিজ্ঞতা৷  তিনজন শিক্ষক এবং বেশ কিছু বয়সে বড় পড়ুয়া গুরুকুলামের ক্লাস শেষ করার পর বিজ্ঞান, গণিত এবং সঙ্গীতের মতো বিভিন্ন বিষয়ে নিজেদের অন্তর্দৃষ্টি ভাগ করে নেন৷

ভোর পাঁচটায় যোগা দিয়ে শুরু হয় গুরুকুলমের ক্লাস৷ তাতে যোগ দেন উঁচু ক্লাসের পড়ুয়ারা৷ এর পর এক ঘণ্টা ধ্যান সেরে তারা ফিরে যায় নিজের নিজের বাড়িতে৷ সকাল ৮টায় ফের স্কুল শুরু৷ সেই সময় স্কুলে আসে ছোটরাও৷ উদ্দেশ্য জানান, এখানে পড়ুয়াদের বয়স অনুযায়ী সিলেবাস তৈরি করা হয়৷ তাদের সিনেমা, থিয়েটার, সংবাদ, বিজ্ঞান ভিত্তিক ভিডিয়ো, তথ্যচিত্র ইত্যাদির মাধ্যমে শেখানো হয়। এখানে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়৷ সবটাই হয় ঘরোয়া পরিবেশে৷ দুপুর দুটোয় পড়ুয়ারা বাড়ি ফিরে যায়৷ ৪টে বাজলে ফের স্কুলে ফিরে আসে তারা৷ বিকেল পাঁচটায় স্কুল ছুটি হয়৷  স্কুলে আছে হারমোনিয়াম, তবলা সহ বিভিন্ন বাদ্যযন্ত্র৷ এখানে সঙ্গীতের পাঠও নেন তাঁরা৷

উদ্দেশ্য জানান, তাঁর স্কুল চলে অনুদানে৷ পড়ুয়াদের থেকে একটা টাকাও নেওয়া হয় না৷ তবে সব সময় সকলে অনুদান দিতে চান না৷ তবে তিনিও হার মানতে নারাজ৷ অনাথ গরিব ছেলে-মেয়েদের জীবন গড়াই তাঁর লক্ষ্য৷ তিনিই ওদের স্বপ্ন তৈরির কারিগড়৷