কলকাতা: স্থায়ী শিক্ষকের সমস্যা দূর করতে ইন্টার্ন শিক্ষক নিয়োগের ব্যাপারে মুখ্যমন্ত্রীর ঘোষণার বিরুদ্ধে এবার আদালতে যাচ্ছে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই৷ রাজ্যের তরফে ইন্টার্ন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলেই আদালতে মামলা রুজুর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে৷
বাম যুব সংগঠনের অভিযোগ, শিক্ষক নিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে এড়িয়ে ভোটের আগে মাত্র দু’আড়াই হাজার টাকায় ইন্টার্নশিপ ব্যবস্থা চালু করার মাধ্যমে সরকার বাংলার কর্মপ্রার্থী গোটা যুব সমাজের সঙ্গে প্রতারণা করেছেন৷ ইতিমধ্যেই স্থায়ী শিক্ষকের চাকরির জন্য সরকারের প্যানেলভুক্ত হয়ে রয়েছেন কয়েক হাজার যোগ্য প্রার্থী৷ তাঁদের বঞ্চিত করে এভাবে সদ্য স্নাতক হওয়া দলীয় ক্যাডারদের সরকারি অর্থে হাতখরচ জোগানোর বন্দোবস্ত করতে চলেছে শাসকপক্ষ৷ ফলে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের শরণাপন্নও হওয়ার কথা ভাবা হয়েছে৷