রাজনীতির মোহ ছেড়ে সেনাবাহিনীতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর মেয়ে

নয়াদিল্লি: রাজনীতির মোহ ছেড়ে দেশরক্ষায় সেনাবাহিনীতে যোগ দিলেন মুখ্যমন্ত্রীর মেয়ে৷ উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমেশ পোখরিয়ালের নিশঙ্কের মেয়ে ডঃ শ্রেয়সী নিশঙ্ক দেশসেবার কাজকেই পেশা হিসাবে বেছে নিলেন৷ সেনাবাহিনীর মেডিক্যাল সার্ভিসেসে যোগ দিলেন তিনি৷ খুশির এই খবর রমেশ নিজেই টুইট করে জানিয়েছেন এই খবর৷ দেশের সমস্ত মেয়েদেরও দেশসেবার কাজে এগিয়ে আসার বার্তা দিয়ে টুইটারে প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখেছেন,

রাজনীতির মোহ ছেড়ে সেনাবাহিনীতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর মেয়ে

নয়াদিল্লি: রাজনীতির মোহ ছেড়ে দেশরক্ষায় সেনাবাহিনীতে যোগ দিলেন মুখ্যমন্ত্রীর মেয়ে৷ উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমেশ পোখরিয়ালের নিশঙ্কের মেয়ে ডঃ শ্রেয়সী নিশঙ্ক দেশসেবার কাজকেই পেশা হিসাবে বেছে নিলেন৷ সেনাবাহিনীর মেডিক্যাল সার্ভিসেসে যোগ দিলেন তিনি৷ খুশির এই খবর রমেশ নিজেই টুইট করে জানিয়েছেন এই খবর৷

দেশের সমস্ত মেয়েদেরও দেশসেবার কাজে এগিয়ে আসার বার্তা দিয়ে টুইটারে প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমার মেয়ে উত্তরাখণ্ডের পরম্পরা ও ঐতিহ্যকে বজায় রেখে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছে। আমি গর্বিত। আমি দেশের সব মেয়েকেই আহ্বান করছি কেরিয়ার গড়ার ক্ষেত্রে সেনাবাহিনীতে যোগ দেওয়াকেও তাঁরা বিবেচনা করুন এবং দেশকে গৌরবান্বিত করুন।” শ্রেয়সী পড়াশোনা করেছেন হিমালয়ান মেডিক্যাল কলেজে৷ রুরকিতে সেনাবাহিনীর মেডিক্যাল সার্ভিসে যোগ দিয়েছেন তিনি৷ তবে, মেয়ের সাফল্যকে আর পাঁচটা সাধারণ মেয়ের সাফল্য হিসেবেই দেখতে চান রমেশ৷ তাঁর কথায়, “উত্তরাখণ্ডের সাধারণ পরিবার থেকে প্রতি বছরই সেনাবাহিনীতে যোগ দেন ছেলেমেয়েরা। আমি গর্বিত আমার মেয়েও সাফল্যের সঙ্গে সেনার পদে যোগ দিতে পেরেছে৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 5 =