খাদ্য দপ্তরের সাব-ইনস্পেক্টর পদে পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট

আজ বিকেল: পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রবিবার খাদ্য দপ্তরের সাব-ইনস্পেক্টর পদে লিখিত পরীক্ষার নেওয়া হবে৷ পরীক্ষায় বসতে চলেছেন অন্তত সাড়ে ১১ লক্ষ পরীক্ষার্থী৷ পরীক্ষা শুরুর আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা জরুরি৷ দেখুন বিজ্ঞপ্তি এই লিঙ্কে৷ জানা গিয়েছে, রবিবার সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে পরীক্ষা কেন্দ্র পৌঁছতে হবে চাকরিপ্রার্থীদের৷ সঙ্গে নিয়ে যেতে হবে অ্যাডমিট

d5372c70bd9e3efa267753085de31f13

খাদ্য দপ্তরের সাব-ইনস্পেক্টর পদে পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট

আজ বিকেল: পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রবিবার খাদ্য দপ্তরের সাব-ইনস্পেক্টর পদে লিখিত পরীক্ষার নেওয়া হবে৷ পরীক্ষায় বসতে চলেছেন অন্তত সাড়ে ১১ লক্ষ পরীক্ষার্থী৷ পরীক্ষা শুরুর আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা জরুরি৷ দেখুন বিজ্ঞপ্তি এই লিঙ্কে৷

জানা গিয়েছে, রবিবার সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে পরীক্ষা কেন্দ্র পৌঁছতে হবে চাকরিপ্রার্থীদের৷ সঙ্গে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড, সরকারি পরিচয়পত্র৷ যাতে ছবি আছে৷ নিতে হবে দু’টি ছবি৷ রাখতে হবে কালো কালির কলম৷ দুপুর সাড়ে ১২টায় পরীক্ষা কেন্দ্রের দরজা খুলে দেওয়া হবে পরীক্ষার্থীদের জন্য৷ ১২টা৩৫-এ পরীক্ষাকেন্দ্রে ঢুকে যাবেন পরীক্ষকরা৷ ১২টা ৪০ নাগাদ OMR দেওয়া হবে৷ ১২টা ৫৫ নাগাদ সিল করা প্রশ্নপত্র দেওয়া শুরু হবে৷ পরীক্ষা শুরু হবে ঠিক একটায়৷ আড়াইটে পর্যন্ত চলবে পরীক্ষা৷ ফলে, সময় হাতে নিয়ে রবিবার পরীক্ষাকেন্দ্রে যাওয়ার হাজির হওয়ার জন্য আগেই বিজ্ঞপ্তি দিয়ে রেখেছে পাবলিক সার্ভিস কমিশন৷ পরীক্ষার সিলেবাস জানতে এখানে ক্লিক করুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *