‘CBI যদি এত স্মার্ট হয় তাহলে…’ লালনের মৃত্যু নিয়ে প্রশ্ন তুললেন মমতা

‘CBI যদি এত স্মার্ট হয় তাহলে…’ লালনের মৃত্যু নিয়ে প্রশ্ন তুললেন মমতা

শিলং: বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয়েছে সিবিআই হেফাজতে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই অভিযোগের কাঠগড়ায় সিবিআই এবং তাঁদের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে লালনের পরিবার। রাজ্যজুড়ে তো উত্তাল পরিবেশ আর এই ঘটনা নিয়ে এবার মেঘালয় থেকেও সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত রাজ্য সফরে থাকাকালীন সাংবাদিক বৈঠক করেন তিনি এবং সেখান থেকেই সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মমতা।

আরও পড়ুন- ‘পরিবারকে হেনস্থা করতেই শান্তিকুঞ্জের কাছে সভা করছে অভিষেক!’ হাই কোর্টে মামলা শুভেন্দুর

এদিন সাংবাদিক বৈঠক থেকে মমতা প্রশ্ন তুলে খোঁচা দিয়ে বলেন, ”সিবিআই যদি এত স্মার্টই হয় তাহলে হেফাজতে মৃত্যু হল কী করে?” তাঁর আরও বক্তব্য, এই ঘটনার বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছেন তারা এবং সিবিআইয়ের বিরুদ্ধেও তারা সরব হবেন। নেত্রী জানান, লালনের স্ত্রী মনে হয় এফআইআর করেছেন এবং তারাও ইস্যুটি তুলবেন। এছাড়াও এই সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে একহাত নিয়েছেন তিনি। বলেছেন, নির্বাচন এলেই ইডি-সিবিআইয়ের ভয় দেখিয়ে কাজ হাসিল করতে চায় তারা। বিরোধীদের ভয় দেখিয়ে রাখাই তাঁদের মূল লক্ষ্য। রাজনৈতিক ষড়যন্ত্র করা ছাড়া তাঁদের আর কোনও এজেন্ডা নেই।

উল্লেখ্য, রামপুরহাটের বগটুই মোড়ে বোমা ছুড়ে দুষ্কৃতীরা খুন করে রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ভাদুকে। সেই খুনের পর রাতে বগটুই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তার জেরে ১০ জনের মৃত্যু হয়। এই ঘটনার মূল অভিযুক্ত লালনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় রামপুরহাটের অস্থায়ী সিবিআই শিবিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =