নবম-দশমে দ্বিতীয় কাউন্সেলিংয়ের গুরুত্বপূর্ণ আপডেট

আজ বিকেল: নবম-দশমে শিক্ষক নিয়োগে বাংলা বিষয়ে দ্বিতীয় কাউন্সেলিংয়ে কোন বাধা নেই বলে দাবি জানাল এসএসসি ছাত্রযুব অধিকার মঞ্চ৷ কিন্তু, কেন এই দাবি? দাবি প্রসঙ্গে বেশ কিছু যুক্তিও তুলে ধরা হয়েছে৷ এবিষয়ে এসএসসি ছাত্রযুব অধিকার মঞ্চের তরফে বৃন্দাবন ঘোষ বলেন, ‘‘অন্যান্য সাবজেক্টের মতো বাংলার জয়েন লেটার ইসু হয়ে গিয়েছে৷ শূন্যপদ সমস্যার জন্য অন্যান্য সাবজেক্টে যেমন

নবম-দশমে দ্বিতীয় কাউন্সেলিংয়ের গুরুত্বপূর্ণ আপডেট

আজ বিকেল: নবম-দশমে শিক্ষক নিয়োগে বাংলা বিষয়ে দ্বিতীয় কাউন্সেলিংয়ে কোন বাধা নেই বলে দাবি জানাল এসএসসি ছাত্রযুব অধিকার মঞ্চ৷ কিন্তু, কেন এই দাবি? দাবি প্রসঙ্গে বেশ কিছু যুক্তিও তুলে ধরা হয়েছে৷

এবিষয়ে এসএসসি ছাত্রযুব অধিকার মঞ্চের তরফে বৃন্দাবন ঘোষ বলেন, ‘‘অন্যান্য সাবজেক্টের মতো বাংলার জয়েন লেটার ইসু হয়ে গিয়েছে৷ শূন্যপদ সমস্যার জন্য অন্যান্য সাবজেক্টে যেমন সমস্যা আছে, তাঁদের জয়েন লেটার ছাড়া হয়নি৷ তেমনি ভাবেই বাংলারও ছড়া হয়নি৷ অন্যান্য বিষয়ে যেমন রিকল হচ্ছে, তেমনি একই সঙ্গে বাংলারও রিকল হচ্ছে৷ যদিও রিকল করা বৈধ কিনা সে বিষয়ে প্রশ্ন আছে৷’’

বিকাশ ভবন সূত্রে খবর, দু’সপ্তাহ পর নবম-দশমে শূন্যপদ সংক্রান্ত সমস্যা মেটানোর কাজ শুরু হবে৷ সেখানে বাংলা-সহ সব বিষয় একসঙ্গে হবে বলেই জানা গিয়েছে৷ এই প্রসঙ্গে বৃন্দাবন ঘোষ বলেন, ‘‘বিকাশ ভবন থেকে অলোকবাবু জানিয়েছেন, বাংলা কাউন্সেলিংয়ে কোন বাধা নেই৷ কমিশন চাইলেই একই সঙ্গে কাউন্সেলিং করতে পারবে৷ যাঁরা ২৮, ২৯, ৩০ তারিখ কমিশন ও বিকাশ ভবনে দ্বিতীয় কাউন্সেলিংয়ের নোটিশ বিষয়ে কথা বলতে যাবেন, তাঁরা অবশ্যই এই বিষয় গুলি তুলে ধরবেন৷ বাংলার কাউন্সেলিং যাতে একসঙ্গে হয় সে বিষয়ে চাপ সৃষ্টি করবেন৷ এটাই অনুরোধ৷’’  যদি বাংলার কাউন্সেলিং একসঙ্গে না হয় তাহলে যতদিন না নোটিশ দিচ্ছে, ততদিন লাগাতার আচার্য সদনের সামনে অবস্থান বিক্ষোভ চলবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =