ফুড ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্নপত্র ‘ফাঁস’! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

কলকাতা: ফুড ইন্সপেক্টর পদে লিখিত পরীক্ষা শেষ হতে না হতেই সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ল ‘উত্তর’৷ দু’টি চিরকুটে লেখা ‘উত্তর’! আর এই ছবি দেখেই চূড়ান্ত উদ্বেগে রাজ্যের কয়েক লক্ষ্য চাকরিপ্রার্থী৷ অনেকের মনেই ঘুরছে নানান প্রশ্ন! তাহলে কী ‘ফাঁস’ হয়ে গেলে PSC-র ‘প্রশ্নপত্র’! প্রশ্ন তুলছেন চাকরি-প্রার্থীদের একাংশ৷ চাকরি-প্রার্থীদের একাংশ বলছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ছবির সঙ্গে

18343cfeb3122eb5c882a02b468102cf

ফুড ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্নপত্র ‘ফাঁস’! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

কলকাতা: ফুড ইন্সপেক্টর পদে লিখিত পরীক্ষা শেষ হতে না হতেই সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ল ‘উত্তর’৷ দু’টি চিরকুটে লেখা ‘উত্তর’! আর এই ছবি দেখেই চূড়ান্ত উদ্বেগে রাজ্যের কয়েক লক্ষ্য চাকরিপ্রার্থী৷ অনেকের মনেই ঘুরছে নানান প্রশ্ন! তাহলে কী ‘ফাঁস’ হয়ে গেলে PSC-র ‘প্রশ্নপত্র’! প্রশ্ন তুলছেন চাকরি-প্রার্থীদের একাংশ৷

চাকরি-প্রার্থীদের একাংশ বলছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ছবির সঙ্গে ‘মিল’ রয়েছে প্রশ্নেপত্রে৷ তাঁদের আশঙ্কা, তাহলে কী আগে থেকেই প্রশ্নপত্র জেনে ‘উত্তর’ লিখে নিয়ে যাওয়া হয়েছিল পরীক্ষা কেন্দ্রে? প্রশ্ন ঘুরছে চাকরি-প্রার্থীদের অন্দরে৷ প্রশ্নপত্র ফাঁস হওয়া রুখতে কি কাজে এল না পিএসসির নজরদারি? কেননা, এবার প্রেস অর্থাৎ প্রশ্নপত্র যেখানে ছাপা হয়েছে, সেখান থেকে ডাক বিভাগের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছে যাওয়ার কথা ছিল৷ সাম্প্রতিক অতীতে পিএসসি’র একাধিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, একাধিক অসঙ্গতি সহ নানা বিপত্তি ঘটেছে৷ সেই সমস্যার স্থায়ী সমাধানে কড়া পদক্ষেপ নেওয়াও হয় এবার৷

মুখ বন্ধ খামে প্রশ্ন পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া হয় প্রশ্নপত্র৷ তারপরও কীভাবে এই ঘটল এই এমন ঘটনা? নাকি, গোটাটাই ‘গুজব’! বুঝে উঠতে পারছেন না চাকরিপ্রার্থীরা৷ এই ঘটনার কী আদৌ সত্যি তা নিয়েও রয়েছে সংশয়৷ বিভ্রান্তি ছড়াতেই পরীক্ষা শেষের পর কেউ এই কাজ ঘটিয়েছে কি না নিয়েও রয়েছে সন্দেহ৷ নাকি পুরোটাই ছবি সম্পাদনা করা হয়েছে? তবে, ভাইরাল হওয়া ছবি কোনও ভাবেই সত্যতা যাচাই করে দেখেনি আজ বিকেল ডট কম৷ গোটা ঘটনা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা৷ এই ঘটনার সত্যতা নিয়েও আজ বিকেল ডট কমের সন্দেহ আছে৷ তবে, এই নিয়ে অহেতুক বিভ্রান্ত হবে না৷ সন্দেহে হলে পিএসসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন৷ হতে পারে, গোটা বিষয়টিই পরিকল্পনা মাফিক করা হয়েছে, যাতে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে৷

পরীক্ষা শুরুর আগে আরও একটি বিভ্রান্তি ছড়িয়ে পড়ে৷ খবরে প্রকাশ,  খাদ্য দপ্তরের সাব-ইনস্পেক্টর পদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে বেরিয়ে আসে ইন্টারভিউয়ের চিঠি! চিঠি পেয়ে রীতিমতো হতবাক চাকরিপ্রার্থী৷ মুর্শিদাবাদের লালবাগ শহরের বাসিন্দা ওই যুবক গৌরব পাণ্ডের মন্তব্য, “তিনদিন আগে ওই চিঠি হাতে পেয়ে অবাক হয়ে গিয়েছি৷ একেবারে ছবি-সহ ইন্টারভিউয়ের চিঠি। পরীক্ষাতেই বসলাম না অথচ ইন্টারভিউ কী করে সম্ভব? বুঝতে পারছি না৷’’ কোথায় ভুল হয়েছে, এমটা ভেবে পাবলিক সার্ভিস কমিশনের হেল্পলাইনে যোগাযোগ করেও মেলেনি সমাধান৷ হেল্পলাইনের ফোন করেও মেলেনি জবাব৷ ফলে, গোটা ঘটনায় হতভম্ব গৌরব পাণ্ড৷ এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আসতেই মাঠে নামেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপঙ্কর দাশগুপ্ত৷ সংবাদমাধ্যমে বলেন, ‘‘এক শ্রেণির মানুষ এভাবে নিয়োগের পরীক্ষাকে বানচাল করার চেষ্টা করছে৷ আমি বলছি ওই ইন্টারভিউ লেটার পুরোপুরি ভিত্তিহীন৷ যে নিয়োগের পরীক্ষা হয়নি তার ইন্টারভিউ হতে পারে নাকি? কমিশন থেকে কিছু করা হয়নি৷ পরীক্ষাকে বানচাল করার জন্য কয়েকজন এসব করছে৷’’

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও এবং একটি পোস্ট৷ ভাইরাল হওয়া ছবি ও ভিডিওটি কোনও ভাবেই সত্যতা যাচাই করে দেখেনি আজ বিকেল ডট কম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *