কলকাতা: একসঙ্গে ৪২টি শিল্পসংস্থাকে জমি দিল রাজ্য সরকার৷ মোট জমির পরিমাণ ৩৪.৩৬ একর৷ এই জমিতে শিল্প গড়লে, সেখানে অন্তত দু’হাজার মানুষের চাকরি হওয়ার কথা৷ প্রস্তাবিত বিনিয়োগের অঙ্ক ৩৬৪ কোটি টাকা৷ ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তর জানিয়েছে, জমি দেওয়ার আগে শিল্পসংস্থাগুলির আর্থিক অবস্থা যাচাই করে নেওয়া হয়েছে৷
তারা আদৌ সেই জমিতে শিল্প গড়বে কি না, তা জানতে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে আন্তর্জাতিক শিল্প উপদেষ্টা সংস্থাকে দিয়ে রেটিং করানো হয়েছে৷ দপ্তরের কর্তারা বলছেন, সাম্প্রতিককালে একসঙ্গে এতগুলি শিল্পসংস্থাকে জমি দেওয়ার নজির নেই রাজ্যে৷ নিগমের হাতে গোটা রাজ্যে মোট ৫২টি এস্টেট আছে৷ এগুলির মধ্যে থেকেই ওই ৪২টি সংস্থাকে জমি দেওয়া হচ্ছে৷
কল্যাণীতে ৩টি, আমবাড়ি ফালাকাটায় ৭টি, রেজিনগরে ১টি, বাউরিয়ায় ৫টি, বোলপুরে ৬টি, অশোকনগরে ২টি, বালটিকুরিতে ১টি, বহরমপুরে ২টি, দুর্গাপুরে ৪টি, ট্যাংরায় ১টি, খড়গপুরে ২টি, ইলুবাড়িতে ১টি, সন্তোষপুরে ৩টি, শিলিগুড়িতে ১টি, বারুইপুরে ১টি শক্তিগড়ে ২টি সংস্থাকে জমি দেওয়া হচ্ছে৷ সবক’টি সংস্থাকে জমি লিজ দিয়ে নিগমের আয় হবে ১৭ কোটি ৮৩ লক্ষ টাকা৷ নিগম কর্তাদের দাবি, জমির দাম এমনই রাখা হয়েছে, যা কোনওভাবেই শিল্প গড়ার ক্ষেত্রে মূলধনে টান পড়তে দেবে না৷ ৩০ বছরের লিজে কাঠা পিছু ৩০ হাজার টাকা থেকে জমির দাম শুরু হয়েছে৷