কলকাতা: আদালত অবমাননা থেকে আপাতত রেহাই পেলেন স্কুল সার্ভিস কমিশনের সচিব অশোক সাহা। স্কুল সার্ভিস কমিশনের জবাবে কলকাতা হাইকোর্টের সন্তুষ হয়েছে বলে জানা গিয়েছে৷ আজ মামলার শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থার কমিশনের বক্তব্যে আশ্বস্ত হয়ে জানান, মামলাকারীরা এসএসসি-র বিধিকে চ্যালেঞ্জ করে ফের মামলা দায়ের করতে পারেন৷
এদিনের শুনানিতে এসএসসি-র তরফে বিস্তারিত তথ্য দেওয়া হয় আদালতে। জানানো হয়, যে তালিকা প্রকাশ হয়েছিল সেটা প্যানেল নয়। একসঙ্গে মেধাতালিকা এবং প্যানেল প্রকাশ হয়েছিল। এসএসসি বিধিতে কোথাও বলা নেই যে, একসঙ্গে মেধাতালিকা এবং প্যানেল প্রকাশ করা যাবে না। মূলত কমিশনের আইনজীবীর এই বক্তব্যে আশ্বস্ত হয়ে আদালত অবমাননা থেকে এসএসসি চেয়ারম্যানকে রেহাই দেয় আদালত। মামলাকারীদের বলা হয়, তাঁরা যদি চান, তাহলে এই বিধিকে চ্যালেঞ্জ করে ফের মামলা দায়ের করতে পারেন৷
নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে মেধা তালিকা প্রকাশ না করার অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের হয়। চার সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই নির্দেশ না মানার অভিযোগে আদালত অবমাননার মামলা দায়ের হয়। আজ সেই মামলায় আদালত অবমাননার অভিযোগ থেকে এসএসসি-র চেয়ারম্যান ও সচিবকে অব্যাহতি দেয় কলকাতা হাইকোর্ট।