শিক্ষক নিয়োগে শূন্যপদ বিভ্রাট রুখতে শিক্ষমন্ত্রীর নয়া নির্দেশ

কলকাতা: শিক্ষক নিয়োগে শূন্যপদ বিভ্রাট রুখতে নয়া পদক্ষেপ নিল স্কুল শিক্ষা দপ্তর৷ আগামী দুই-পাঁচ বছরের মধ্যে কতজন শিক্ষক অবসরগ্রহণ নিচ্ছেন, তার একটি প্রাথমিক তালিকা তৈরি করে রাখাও নির্দেশ দিয়েছেন শিক্ষমন্ত্রী৷ সেই হিসেব দপ্তরে পাঠিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি৷ একই সঙ্গে কোন জেলায় কত শূন্যপদ, তা তারিখ উল্লেখ করে দপ্তরে পাঠাতেও নির্দেশ দেওয়া হয়েছে৷ শূন্যপদ বিভ্রাটের

d04f559b34c3a005d268470adb7a57f6

শিক্ষক নিয়োগে শূন্যপদ বিভ্রাট রুখতে শিক্ষমন্ত্রীর নয়া নির্দেশ

কলকাতা: শিক্ষক নিয়োগে শূন্যপদ বিভ্রাট রুখতে নয়া পদক্ষেপ নিল স্কুল শিক্ষা দপ্তর৷ আগামী দুই-পাঁচ বছরের মধ্যে কতজন শিক্ষক অবসরগ্রহণ নিচ্ছেন, তার একটি প্রাথমিক তালিকা তৈরি করে রাখাও নির্দেশ দিয়েছেন শিক্ষমন্ত্রী৷ সেই হিসেব দপ্তরে পাঠিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি৷ একই সঙ্গে কোন জেলায় কত শূন্যপদ, তা তারিখ উল্লেখ করে দপ্তরে পাঠাতেও নির্দেশ দেওয়া হয়েছে৷

শূন্যপদ বিভ্রাটের জেরে স্তব্ধ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া৷ শূন্যপদ বিভ্রাটের জেরে দারিভিট হাইস্কুলের সংঘর্ষের মতো ঘটনাও ঘটে গিয়েছে৷ এই নিয়ে দলের অন্দরে কম কথা শুনতে হয়নি শিক্ষামন্ত্রীকে৷ ফলে, ভোটের মুখে যাতে এই ধরনের বিভ্রান্তি এড়ানো যায়, তা নিয়ে এদিন শিক্ষা দপ্তরের কর্তাদের একহাত নেন পার্থ চট্টোপাধ্যায়৷ মঙ্গলবার রিভিউ বৈঠকে নিয়োগ ও বদলি নিয়ে মুখ খোলেন শিক্ষামন্ত্রী৷ জেলা আধিকারিকদের সতর্ক করে দিন শিক্ষামন্ত্রী৷

শিক্ষামন্ত্রী এদিন সাফ জানিয়ে দেন, কোন জেলায় কত শূন্যপদ, তা তারিখ উল্লেখ করে পাঠাতে হবে শিক্ষা দপ্তরে৷ কিন্তু কোনও নির্দিষ্ট স্তরের শিক্ষক পদের চরিত্র বদল করা যাবে না৷ আগামীদিনে শূন্যপদ কত হতে পারে, তার জন্য আধিকারিকদের একটি উপদেশও দিয়েছেন তিনি৷ আগামী পাঁচ না হোক তিন বছরে, কতজন শিক্ষক অবসরগ্রহণ করছেন, তার একটি প্রাথমিক তালিকা তৈরি করে রাখা যেতে পারে৷ সেই হিসেব দপ্তরে পাঠিয়ে রাখা থাকলে অনেকটাই সুবিধা হবে৷

বদলি নিয়ে মন্ত্রীর বক্তব্য, যে সব জায়গায় বাড়তি শিক্ষক রয়েছে৷ তাঁদের তো প্রয়োজনীয় স্কুলে বদলি করা হবেই৷ কিন্তু সেই কাজ করবে শিক্ষা দপ্তরই৷ জেলা পরিদর্শকরা কোনও রকম বদলি করবেন না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি৷ কেউ চলে যাওয়ার আগে শিক্ষকদের বদলি করে চলে গেলেন, এমনটা হবে না৷ এ নিয়ে জটিলতা তৈরি হলে, ওই অফিসারের অবসরকালীন সুযোগ-সুবিধা আটকে দেওয়ার মতো হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী৷ এক জায়গা থেকে শিক্ষকদের অন্যত্র পাঠানোর ক্ষেত্রেও জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ও ডিআইরা নাক গলাবেন না বলেও জানিয়ে দেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *