সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে বেতন বাড়াল কেন্দ্র

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এখনই কোনও বড়সড় ঘোষণা না করলেও, সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাম্মানিক বাড়িয়ে দিল মোদি সরকার৷ একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক অর্থাৎ গেস্ট ফ্যাকাল্টিদের সাম্মানিকও মাসিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা করে দিল কেন্দ্র৷ প্রয়োজন মতো ২০ শতাংশ গেস্ট ফ্যাকাল্টির পদ বাড়ানোও যাবে বলে জানিয়ে দেওয়া হল৷ সরকারি সূত্রে

9311993d0d6ac3ac1610825a884706cc

সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে বেতন বাড়াল কেন্দ্র

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এখনই কোনও বড়সড় ঘোষণা না করলেও, সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাম্মানিক বাড়িয়ে দিল মোদি সরকার৷ একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক অর্থাৎ গেস্ট ফ্যাকাল্টিদের সাম্মানিকও মাসিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা করে দিল কেন্দ্র৷ প্রয়োজন মতো ২০ শতাংশ গেস্ট ফ্যাকাল্টির পদ বাড়ানোও যাবে বলে জানিয়ে দেওয়া হল৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, রেজিস্ট্রার, কন্ট্রোলার অব এগজামিনেশনের মতো পদাধিকারীদের বেতন বাড়িয়ে দেওয়া হল৷ কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকরও ট্যুইট করে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে বেতন বৃদ্ধির নির্দেশিকা জারি এবং তা এখনই কার্যকর হওয়ার কথা জানিয়ে বলেন, বিশেষ সাম্মানিক হিসেবে এবার থেকে প্রতি মাসে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা বাড়তি ১১ হাজার ২৫০ টাকা পাবেন৷ মোদি সরকারের এই নতুন সিদ্ধান্ত কার্যকর করতে সরকারি ভাঁড়ার থেকে ১ হাজার ২৪১ কোটি টাকা মতো খরচ হবে বলে জানা গিয়েছে৷

পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সব বিশ্ববিদ্যায়ের রেজিস্ট্রারকে যে নির্দেশিকা পাঠিয়েছে, সেখানে গেস্ট ফ্যাকাল্টির সাম্মানিক বৃদ্ধির কথা বলা হয়েছে৷ সপ্তম বেতন কমিশনের সুপারিশ মতো লেকচার পিছু দেড় হাজার টাকা করে সাম্মানিক তথা মাসে সর্বোচ্চ ৫০ হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *