আজ বিকেল: উচ্চ প্রাথমিকে ভেরিফিকেশ নোটিস ও পূর্ণাঙ্গ শূন্যপদে নিয়োগের দাবিতে আজ আন্দোলনে নামছেন কয়েক হাজার চাকরিপ্রার্থী৷ দাবি পূরণ না হলে চাকরি-প্রার্থীদের তরফে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে৷
সম্প্রতি সাংবাদিক বৈঠক করে SSC-র চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন, ‘‘উচ্চ প্রাথমিক স্তরে ১৩০৮০ জন নিয়োগ হবে জানুয়ারি শেষ৷’’ কিন্তু, কমিশনের বিবৃতি অনুযায়ী এখনও বিজ্ঞপ্তি জারি না হওয়ায় চূড়ান্ত ক্ষুব্ধ রাজ্যের কয়েক লক্ষ্য চাকরিপ্রার্থী৷ অবিলম্বে পূর্ণাঙ্গ শূন্যপদে নিয়োগ, ভেরিফিকেশ নোটিস জারি ও প্রথম দফায় কত জনকে ডাকা হবে, তা জানতে চেয়ে আজ আচার্য ভবন ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে৷
চাকরিপ্রার্থী আরিফ মণ্ডল বলেন, ‘‘আন্দোলন সফল করতে আমারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ৷ নয়তো নির্লজ্জ কমিশন লোকসভা নির্বাচন পার করে বিধানসভা ভোট কাছে নিয়ে যাবে এবং ইনটারশিপ নিয়োগ শুরু করবে৷ অনস্পট ভেরিফিকেশন নোটিশ ও আপডেট ভ্যাকানসিতে তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে এটাই আমাদের মূল দাবি৷’’
নাম অপ্রকাশিত রাখার শর্তে এক চাকরিপ্রার্থী বলেন, ‘‘উচ্চ প্রাথমিকের শূন্যপদ বৃদ্ধির দাবিতে আমরা বিকাশ ভবনে ডেপুটেশন জমা দিয়েছিলাম৷ কিন্তু, আমাদের দাবি না মেনেই কমিশনের তরফে ১৩০৮০ শূন্যপদে নিয়োগের কথা জানিয়েছেন চেয়ারম্যান৷ এত কম শূন্যপদে নিয়োগ আমরা মেনে নেব না৷ আমরা চাই অবিলম্বে পূর্ণ শূন্যপদের বর্ধিত তালিকা প্রকাশ করে ভেরিফিকেশনের নোটিস দিক কমিশন৷ আর তা না হলে আমরা কমিশনের গেটেই বসে থাক৷’’