নয়াদিল্লি: দেশে বেকারত্বের সর্বকালীন রেকর্ড গড়ল কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷ গত ৪৫ বছরে দেশে বেকারত্বের হার ২০১৭-১৮ আর্থিক বছরে সর্বোচ্চ৷ ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিসের সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য৷
আরও পড়ুন: বেকারত্বের নিরিখে ফের দেশের শীর্ষে বাংলা, রিপোর্ট কেন্দ্রের
ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিসের রিপোর্ট বলছে, ২০১১-১২ সালে বেকারত্বের হার ছিল ২.২ শতাংশ৷ ২০১৭-১৮ সালে দেশে বেকারত্বের বেড়ে দাঁড়িয়ে ৬.১ শতাংশে৷ যা গত ৪৫ বছরে সর্বোচ্চ৷ যুবকদের মধ্যে এই বেকারত্বের হার সব থেকে বেশি৷ ১৩ থেকে ২৭ শতাংশ দাঁড়িয়ে যুবক বেকারত্বের সংখ্যা৷ গ্রামের চেয়ে শহরেই বেকারত্বের হার বেশি৷ শহরে কর্মক্ষমদের ৭.৮ শতাংশ বেকার৷ গ্রামে বেকার ৫.৩ শতাংশ৷ নতুন করে চাকরিতে ঢুকেছেন কম লোক৷ সেই তুলনায় বেশি লোক নানা কারণে চাকরি ছাড়ছেন৷ ২০১৬ সালের নভেম্বরে দেশে নোটবন্দি পর বেকারত্বের হার বেড়ে বলেই সমীক্ষায় উঠে এসেছে৷ পর্যবেক্ষকদের ধারণা, নোটবন্দির ফলে ক্ষুদ্র ব্যবসায় ক্ষতি হয়েছে বেশি৷ দেশে কর্মক্ষমদের এক বড় অংশ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় কাজ করেন৷ ওই সংস্থাগুলি ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেকে কাজ হারিয়েছেন৷ ক্ষুদ্র শিল্পে কর্মসংস্থানের সুযোগও কমেছে৷ অর্থাৎ বেকারত্ব বাড়ার জন্য নোটবন্দির মতো বিতর্কিত পদক্ষেপকেই দায়ী করা হয়েছে৷
NoMo Jobs!
The Fuhrer promised us 2 Cr jobs a year. 5 years later, his leaked job creation report card reveals a National Disaster.
Unemployment is at its highest in 45 yrs.
6.5 Cr youth are jobless in 2017-18 alone.
Time for NoMo2Go. #HowsTheJobs pic.twitter.com/nbX4iYmsiZ
— Rahul Gandhi (@RahulGandhi) January 31, 2019
আরও পড়ুন- চায়ে পে চর্চা, গ্রামীণ ভারতের বেকারত্ব ঘোচাতে কী করছেন এই যুবক?
গ্রামের শিক্ষিত মহিলাদের ক্ষেত্রে ২০০৪-০৫ থেকে ২০১১-১২ অর্থবর্ষ পর্যন্ত বেকারত্বের হার ছিল যথাক্রমে ৯.৭ এবং ১৫.২ শতাংশ৷ সেই বেকারত্ব ২০১৭-১৮ অর্থবর্ষে গিয়ে পৌঁছেছে ১৭.৩ শতাংশে পৌঁছে গিয়েছে৷ গ্রামের শিক্ষিত পুরুষদের ক্ষেত্রে ২০০৪-০৫ থেকে ২০১১-১২ অর্থবর্ষ পর্যন্ত বেকারত্বের হার ছিল যথাক্রমে ৩.৫ এবং ৪.৪ শতাংশ৷ সেই বেকারত্বই ২০১৭-১৮ আর্থিক বর্ষে বেড়ে দাঁড়িয়েছে ১০.৫ শতাংশে৷ গ্রামের ১৫-২৯ বছর বয়সী যুবকদের ক্ষেত্রে বেকারত্বের হার সব থেকে বেশি৷ ২০১১-১২ সালের তুলনায় ২০১৭-১৮ সালে তা প্রায় তিন গুণ বেড়ে দাঁড়িয়েছে ১৭.৪ শতাংশে৷ গ্রামীণ মহিলাদের ক্ষেত্রেও বেকারত্বের হার ২০১১-১২ সাল থেকে ২০১৭-১৮ অর্থবর্ষ পর্যন্ত বেকারত্বের হার ৪.৮ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৩.৬ শতাংশ৷ তবে, সরকারি ভাবে এই রিপোর্ট সামনে না নিয়ে এলেও লোকসভা নির্বাচনের ঠিক আগেই এই রিপোর্ট ফাঁস হওয়ায় নিশ্চিত ভাবেই বিপাকে পড়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷