কলকাতা: এবার সরকারি হাসপাতালের নিরাপত্তা বাড়াতে আরও ৩২০০ সিভিক ভলান্টিয়ার নিয়োগ করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর৷ নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, হাসপাতালগুলির নিরাপত্তা বাড়াতেই এই নিয়োগর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে, এই মুহূর্তে রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তার দায়িত্ব রয়েছে বেসরকারি সংস্থার হাতে৷
সূত্রের খবর, বেসরকারি রক্ষীদের পাশাপাশি ৩২০০ সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হবে৷ চুক্তিভিত্তিক ৩০ দিনের কাজ নিশ্চিত করা হবে৷ দেওয়া হবে ১০ হাজার টাকা বেতন৷ চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া সিভিক ভলান্টিয়াদের বেতন দেবে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা ও পুলিশ দপ্তর৷
তবে, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সরকারি সম্পত্তি রক্ষায় লাঠিধারী সিভিক ভলান্টিয়ার নিয়োগ করে আদৌ মিটবে সমস্যা? প্রশ্ন তুলছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ অনেকেই বলছেন, স্থায়ী নিয়োগের পরিবর্তে সিভিককর্মীদের দিয়েই কাজ চালিয়ে নিয়ে যেতে চাইছে স্বাস্থ্য দপ্তর৷