নয়াদিল্লি: কর্মসংস্থান সংক্রান্ত ন্যাশনাল স্যাম্পেল সার্ভের রিপোর্টের কাজ চলছে বলে বৃহস্পতিবার জানালেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। জুলাই ২০১৭ থেকে জুন ২০১৮-র মধ্যে নেওয়া নমুনার রিপোর্ট তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।
এদিন রাজীব কুমার বলেন, ‘কর্মসংস্থান সংক্রান্ত পরিসংখ্যান সরকারের তরফ থেকে এখনও প্রকাশ করা হয়নি। এই কুয়াটারের তথ্য তৈরি হয়ে গেলেই তা প্রকাশিত করা হবে। বর্তমানে দেশের আর্থিক বৃদ্ধির হার সাত শতাংশ। এই গতিতে যদি দেশের আর্থিক বৃদ্ধি হতে থাকে তবে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। বর্তমানে কুয়াটার পদ্ধতিতে পরিসংখ্যান তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে আমাদের কাছে চার মাসের পরিসংখ্যা চলে এসেছে। বাকি দুই মাসের পরিসংখ্যানের কাজ যাচাই করার প্রক্রিয়া চলছে। মার্চের মধ্যেই পূর্ণাঙ্গ নথি আমরা পেয়ে যাব। তা পেয়ে গেলেই পুরো রিপোর্ট জনসমক্ষে তুলে ধরতে পারব।’’
নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত বলেন, সরকার ৭০ লক্ষ কর্মসংস্থান প্রতি বছর তৈরি করেছে। প্রসঙ্গত, এর আগে খবর রটেছিল ২০১৭-১৮ সালে বিগত ৪৫ বছরের মধ্যে সব চেয়ে বেশি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বেকারত্ব ৬.১ শতাংশ বেড়ে গিয়েছে।