কলকাতা: শূন্যপদ বিভ্রাটের জেরে থমকে গিয়েছে প্রায় ২৫০ জন সফল চাকরিপ্রার্থীর ভাগ্য৷ শূন্যপদ বিভ্রাটে থমকে নিয়োগপত্র বিলির প্রক্রিয়া৷ বহু পরিশ্রমের পর চাকরি পেয়েও মিলছে নিয়োগপত্র৷ ফলে, দিনে দিনে বাড়ছে সফল প্রার্থীদের উৎকণ্ঠা৷ কিন্তু, এই দায় কার? কেন মিটছে না সমস্যা? কাজে যোগ দিতে না পেরে আর্থিক ভাবে পিছিয়ে পড়ার দায় নেবে কে? দেওয়া হবে কী ক্ষতিপূরণ? মূলত এই দাবি তুলে এবার আদালতের পথে পা বাড়াতে চলেছেন নিয়োগপত্র না পাওয়া নবম-দশমের সফল চাকরি-প্রার্থীদের একাংশ৷
চাকরি-প্রার্থীদের অভিযোগ, বিকাশ ভবন, মধ্যশিক্ষা পর্ষদ কিংবা এসএসসি, সব জায়গায় গেলেও নিয়োগের ব্যাপারে কোনও সদুত্তর পাননি তাঁরা৷ এক জায়গা থেকে তাঁদের অন্য জায়গায় যেতে বলা হলেও সুরাহা হয়নি৷ এখনও তাঁরা কাউন্সেলিংয়ের জন্য ডাক পাননি৷ ফলে, কাজে যোগদানের সময় ক্রমশ পিছিয়ে যাওয়ায় প্রতিদিনই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁরা৷ তাই এবার ক্ষতিপূরণদের দাবিতে তাঁরা মামলা করার চিন্তাভাবনা শুরু করেছেন তাঁরা৷
বিকাশ ভবন সূত্রে খবর, ডিরেক্টরেট অব স্কুল এডুকেশনের তরফে এই প্রার্থীদের জন্য শূন্যপদের তালিকা ফের পাঠানো হয়েছিল এসএসসিতে৷ কিন্তু সেই তালিকা নিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি তারা৷ সেটা ফের পাঠিয়ে দেওয়া হয়েছে বিকাশ ভবনে৷ যাতে চূড়ান্ত তালিকা একেবারে নির্ভুল হয়ে আসে৷ ডিআইদের কাছে সেই তালিকা পাঠিয়ে দিয়ে ফের নিশ্চিত করা হয়৷ ফলে, দীর্ঘ প্রক্রিয়ায় ঝুলে রয়েছে বহু সফল প্রার্থীর ভাগ্য৷