বাংলায় কত লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে? রিপোর্টে জানাল রাজ্যে

কলকাতা: আজ বিধানসভায় রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ তাঁর পেশ করা বাজেটে আপাতত নতুন আর্থিক বর্ষের প্রথম চার মাসের প্রস্তাবিত আয়-ব্যয়ের তথ্য থাকবে৷ গত পয়লা ফেব্রুয়ারি রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়৷ ওই দিন রাজ্যপালের ভাষণ দিয়ে অধিবেশনের সূচনা হয়েছিল৷ তারপরই শুরু হয় সরাসরি বাজেট পেশের পর্ব৷ আশা করা হচ্ছে, এই বাজেটেও উন্নয়নমূলক

f3bb8abdecae838746041a3e042c1d91

বাংলায় কত লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে? রিপোর্টে জানাল রাজ্যে

কলকাতা: আজ বিধানসভায় রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ তাঁর পেশ করা বাজেটে আপাতত নতুন আর্থিক বর্ষের প্রথম চার মাসের প্রস্তাবিত আয়-ব্যয়ের তথ্য থাকবে৷ গত পয়লা ফেব্রুয়ারি রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়৷ ওই দিন রাজ্যপালের ভাষণ দিয়ে অধিবেশনের সূচনা হয়েছিল৷ তারপরই শুরু হয় সরাসরি বাজেট পেশের পর্ব৷ আশা করা হচ্ছে, এই বাজেটেও উন্নয়নমূলক কিছু নতুন প্রকল্প ঘোষণা করা হতে পারে৷

বাংলার জিএসডিপি দুগুনেরও বেশি বেড়েছে বলে সরকারি ভাবে জানানো হয়েছে৷ ২০১৭-১৮ অর্থবর্ষে এই বৃদ্ধির হার ১১.৪৬ শতাংশ হয়েছে৷ যা দেশের সার্বিক উন্নয়নের হারের থেকে অনেক বেশি বলেও দাবি করা হয়েছে৷ ওই একই অর্থবর্ষে জিভিএ বেড়েছে ১১.৮ শতাংশ৷ রাজ্যের কর আদায় বেড়েছে দুগুনেরও বেশি৷ স্থায়ী এবং সামাজিক পরিকাঠামো খাতে ব্যয় বেড়েছে চারগুনের বেশি৷ ৯০ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে৷ যেখানে সারা দেশের ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে বলেও এদিন সরকারি ভাবে দাবি করা হয়েছে৷ তৃণমূলের ওয়েব সাইটেও এই তথ্য দেওয়া হয়েছে৷

২০১৮ সালের বাজেটে সরকার দুটি নতুন প্রকল্প ঘোষণা হয়৷ রূপশ্রী ও মানবিক৷ রূপশ্রী প্রকল্পে আর্থিকভাবে দুর্বল পরিবারের কোনও পূর্ণবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সরকারের তরফে এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য করা হয়৷ অন্যদিকে মানবিক প্রকল্পে ৪০ শতাংশ বা তারও বেশি শারীরিকভাবে অক্ষমদের মাসিক ১০০০ টাকা করে ভাতা দেওয়া শুরু হয়৷ এবারও বেশ কিছু নতুন প্রকল্প ঘোষণা করা হতে পারে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *