দেশজুড়ে কতটা কমেছে বেকারত্ব? লিখে জানাল কেন্দ্র

নয়াদিল্লি: ২০১২-১৩ সালের তুলনায় ২০১৫-১৬ আর্থিক বছরে দেশে বেকারত্বের হার কমেছে৷ লোকসভায় এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে লিখিতভাবে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষকুমার গাঙ্গোয়ার৷ কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের আওতাধীন লেবার ব্যুরোর এমপ্লয়মেন্ট-আনএমপ্লয়মেন্ট সার্ভের রিপোর্টের উল্লেখ করে লিখিতভাবে এই জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ তিনি জানিয়েছেন, ২০১২-১৩ সালে গ্রাম ও শহর মিলিয়ে সারা দেশে বেকারত্বের হার ছিল চার

310ef79beae85a7e71a28b0fce38b352

দেশজুড়ে কতটা কমেছে বেকারত্ব? লিখে জানাল কেন্দ্র

নয়াদিল্লি: ২০১২-১৩ সালের তুলনায় ২০১৫-১৬ আর্থিক বছরে দেশে বেকারত্বের হার কমেছে৷ লোকসভায় এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে লিখিতভাবে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষকুমার গাঙ্গোয়ার৷ কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের আওতাধীন লেবার ব্যুরোর এমপ্লয়মেন্ট-আনএমপ্লয়মেন্ট সার্ভের রিপোর্টের উল্লেখ করে লিখিতভাবে এই জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷

তিনি জানিয়েছেন, ২০১২-১৩ সালে গ্রাম ও শহর মিলিয়ে সারা দেশে বেকারত্বের হার ছিল চার শতাংশ৷ ২০১৫-১৬ আর্থিক বছরে সেই হার কমে হয়েছে ৩.৭ শতাংশ৷ ১৫ বছর এবং তার বেশি বয়সের কর্মীদের উপর এই সমীক্ষা চালিয়েছে লেবার ব্যুরো৷ এদিন লিখিত জবাবে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী গাঙ্গোয়ার জানিয়েছেন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি কেন্দ্রের মোদি সরকার সবথেকে বেশি গুরুত্ব দিয়ে দেখছে৷ যে কারণে শ্রমমন্ত্রক ‘প্রধানমন্ত্রী রোজগার প্রোৎসাহন যোজনা’ (পিএমআরপিওয়াই) চালু করেছে৷

কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, ২০১৯ সালের ২১ জানুয়ারি পর্যন্ত EPF-এর আওতায় প্রায় এক কোটি গ্রাহক যুক্ত হয়েছেন৷ একইভাবে স্বরোজগারে উৎসাহ দিতে বিশেষ ভূমিকা নিয়েছে ‘প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা’ও (পিএমএমওয়াই)৷ ২০১৯ সালের ২৫ জানুয়ারি যে প্রকল্পের আওতায় প্রায় ১৫.৫৯ কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *