চাকরি না পেয়ে পর্ষদে সামনে ধর্নায় মৃত সরকারি কর্মীর পরিবার

কলকাতা: এ যেন গোদের উপর বিষফোঁড়া। হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্রের ছবি বেরিয়ে যাওয়া নিয়ে যখন মধ্যশিক্ষা পর্ষদ জেরবার, তখনই ডিরোজিও ভবনের সামনে বিক্ষোভে বসলেন চাকরিপ্রার্থীরা। বুধবার শ’খানেক প্রার্থী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছিলেন। তাঁরা সবাই মৃত সরকারি কর্মীর পোষ্য। সরকারি সাহায্যপ্রাপ্ত ও পোষিত স্কুলে মূলত গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের চাকরির জন্য তাঁদের সুপারিশ করেছিল

চাকরি না পেয়ে পর্ষদে সামনে ধর্নায় মৃত সরকারি কর্মীর পরিবার

কলকাতা: এ যেন গোদের উপর বিষফোঁড়া। হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্রের ছবি বেরিয়ে যাওয়া নিয়ে যখন মধ্যশিক্ষা পর্ষদ জেরবার, তখনই ডিরোজিও ভবনের সামনে বিক্ষোভে বসলেন চাকরিপ্রার্থীরা। বুধবার শ’খানেক প্রার্থী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছিলেন। তাঁরা সবাই মৃত সরকারি কর্মীর পোষ্য। সরকারি সাহায্যপ্রাপ্ত ও পোষিত স্কুলে মূলত গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের চাকরির জন্য তাঁদের সুপারিশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। ডিআইয়ের তরফে ভেরিফিকেশনও হয়েছিল৷

অভিযোগ, প্রায় মাস ছ’য়েক কেটে গেলেও তাঁরা চাকরি পাননি। অবশ্য এদিন ওই প্রার্থীরা অভিযোগ জানিয়েছেন, পর্ষদের কিছু আধিকারিক তাঁদের কার্যত বের করে দিয়েছেন। এরপর তাঁরা এসএসসি’তে যান। সেখান থেকে চলে যান সোজা বিকাশ ভবনে। তখন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজে উপাচার্যদের সঙ্গে বৈঠক করছিলেন। প্রার্থীরা গোঁ ধরেন, মন্ত্রীর সঙ্গে দেখা না করে তাঁরা ফিরবেন না। অনেক পরে তাঁদের নিরস্ত করে ফেরত পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − six =