১ লক্ষ ৩০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করছে ভারতীয় রেল

কলকাতা: রেলের প্রায় ১ লক্ষ ৩০ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হচ্ছে শীঘ্রই। রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, আগামী দু’ বছরের মধ্যে রেলে আরও প্রায় ২ লক্ষ ৩০ হাজার নিয়োগ হবে। প্রথম পর্যায়ে নিয়োগ হবে মোট ১ লক্ষ ৩১ হাজার ৪২৮টি পদে। এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে ২০১৯ সালের ফেব্রুয়ারি-মার্চের মধ্যে এবং শেষ হবে ২০২০ সালের

১ লক্ষ ৩০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করছে ভারতীয় রেল

কলকাতা: রেলের প্রায় ১ লক্ষ ৩০ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হচ্ছে শীঘ্রই। রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, আগামী দু’ বছরের মধ্যে রেলে আরও প্রায় ২ লক্ষ ৩০ হাজার নিয়োগ হবে। প্রথম পর্যায়ে নিয়োগ হবে মোট ১ লক্ষ ৩১ হাজার ৪২৮টি পদে। এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে ২০১৯ সালের ফেব্রুয়ারি-মার্চের মধ্যে এবং শেষ হবে ২০২০ সালের এপ্রিল-মে’র মধ্যে৷

দ্বিতীয় ধাপে নিয়োগ হবে আরও প্রায় এক লক্ষ পদে। এই প্রক্রিয়া শুরু হবে ২০২০ সালের মে-জুন মাসে। শেষ হবে ২০২১ সালের জুলাই-আগস্ট মাসের মধ্যে। কর্মচারীদের অবসর গ্রহণের ফলে যেসব শূন্যপদের সৃষ্টি হবে, প্রধানত সেসব পূরণের প্রক্রিয়াই চলবে দ্বিতীয় ধাপে।

মন্ত্রক সূত্রের খবর, প্রথম পর্যায়ের, অর্থাৎ প্রায় ১ লক্ষ ৩০ হাজার শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু করার জন্যই বিজ্ঞপ্তি জারির তোড়জোড় শুরু হয়েছে। এক্ষেত্রে মূলত চারটি পদে নিয়োগ প্রক্রিয়া চলবে। এক, নন-টেকনিক্যাল পপুলার ক্যাটিগরিজ (এনটিপিসি), দুই, প্যারা মেডিক্যাল স্টাফ, তিন মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটিগরিজ এবং চার, লেভেল-১ পোস্টস। রেল বোর্ড সূত্রের খবর, উল্লেখিত চারটি পদের জন্য যথাক্রমে ২৮ ফেব্রুয়ারি, ৪ মার্চ, ৫ মার্চ এবং ১২ মার্চ থেকে আবেদনপত্র আহ্বান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একমাত্র অনলাইনেই এই আবেদন করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + twelve =