এবার জঙ্গি ঘাঁটিতে ঢুকে ষড়যন্ত্রের পর্দা ফাঁস করবে ইঁদুর! তৈরি হবে ইঁদুর-গুপ্তচর! ইঁদুর সেনা তৈরি করছে DRDO!

এবার জঙ্গি ঘাঁটিতে ঢুকে ষড়যন্ত্রের পর্দা ফাঁস করবে ইঁদুর! তৈরি হবে ইঁদুর-গুপ্তচর! ইঁদুর সেনা তৈরি করছে DRDO!

নয়াদিল্লি: সীমান্তের কড়া নজরদারি এড়িয়ে জঙ্গি অনুপ্রবেশ ঘটে চলেছে। দেশের বুকে বড় কোনও হামলা রুখতে সজাগ দেশের সেনা থেকে গোয়েন্দা সংস্থা, আইবি। তারপরেও ঘাটতি থেকে যাচ্ছে। এবার সেই ঘাটতি মেটাতেই ভারতীয় প্রতিরক্ষা গবষেণা সংস্থা বা DRDO তৈরি করতে চলেছে একটা আস্ত ইঁদুর সেনা। শুনতে অবাক লাগলেও, একেবারে প্রশিক্ষণপ্রাপ্ত ইঁদুর বাহিনী তৈরি করতে চলেছে DRDO! যান্ত্রিক ইঁদুর বা রোবর্ট নয়, জ্যান্ত ইঁদুর দিয়েই RAT CYBORG-তৈরি করছেন প্রতিরক্ষা বিজ্ঞানীরা৷ প্রশ্ন উঠতেই পারে সাইবর্গ বিষয়টি ঠিক কী? ইঁদুরের সঙ্গেই বা এর কী যোগ, বা কীভাবে ইঁদুরকে সাইবর্গে পরিণ করা হবে?

ইঁদুর সেনা-

•    সাইবর্গ হল বৈজ্ঞানিক উপায়ে তৈরি এমন একটি প্রাণী যার মধ্যে যান্ত্রিক শক্তিও থাকবে
•    বিষয়টি ডিআরডিওর ব্যখ্যায় ‘অর্ধেক প্রাণী-অর্ধেক যন্ত্র’
•    ডিআরডিওর অ্যাসিমেট্রিক টেকনলজির ল্যাবে ইতিমধ্যেই তৈরি হয়েছে সেই প্রাণী
•    জ্যান্ত ইঁদুরের শরীরে অস্ত্রপচার করে ইলেকট্রনিক ডিভাইস বা ইলেকট্রোড ঢুকিয়ে দেওয়া হচ্ছে
•    এই ডিভাইসের রিমোর্ট থাকছে সেনার হাতে
•    ইচ্ছেমতো বৈদ্যুতিক তরঙ্গ পাঠানো যাবে সেই ডিভাইসে
•    তার আগে কী ধরণের কাজ করানো হবে ইঁদুরকে দিয়ে তা ঠিক করা থাকবে
•    রিমোর্ট কন্ট্রোল দিয়ে শুধু চালনা করা হবে RAT CYBROG-কে

কীভাবে কাজ করবে RAT CYBORG?

•    স্পষ্ট কথায়, ইঁদুরের মস্তিষ্ক চালনা করবে সেনা-বিজ্ঞানীরা
•    জঙ্গি ডেরা থেকে শত্রু ঘাঁটিতে সহজে ঢুকতে পারবে ইঁদুর-সেনা
•    তাঁর শরীরে থাকা ডিভাইস রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে চালনা করা হবে
•    জঙ্গিদের অস্ত্রের খোঁজ থেকে, বৈঠক সবটাই ইঁদুরের মাধ্যমে সরসারি দেখতে পারবে সেনা
•    সেনার উপর নির্ভর করছে কীভাবে সেনা-ইঁদুরকে তারা কাজে লাগাবে
•    ইঁদুরের স্থান পরিবর্তন পুরোপুরি ভারতীয় সেনার হাতে থাকবে
•    ইঁদুরকে খবর বা সঙ্কেত পাঠাতে প্রানীটির ব্রেনে থাকবে লেডার ট্রান্স রিসিভার
•    কোথায় যেতে হবে, কোন দিকে বাক নিতে হবে, কখন ঢুকবে কখন বেরোবে সবাটাই বুঝতে পারবে লেডার ট্রান্স রিসিভার

কতটা প্রাণীর শরীরে ক্ষতির আশঙ্কা?

•    বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই গোটা প্রক্রিয়ায় প্রানীর শরীরে কোনও ক্ষতি হবে না
•    অস্ত্রপচারেও কোনও ক্ষতির আশঙ্কা নেই

ডিআরডিও জানাচ্ছে,  এই ইঁদুর সেনা রোবটের থেকেও ভালো গুপ্তচরের কাজ করবে৷ রোবট তৈরির খরচ ও ঝুকি অনেক বেশি৷ গুপ্তচর প্রানীকে যাতে বোঝা না যায় সেই বিষয়টিকেও মাথায় রাখতে হবে৷

এর আগে কুকুর, চিলের উপর একই প্রয়োগ করা হয়েছিল। ২৬/১১ মুম্বই হামলার পর থেকেই বিভিন্ন প্রানীকে গুপ্তচরের জন্য তৈরি করার কাজ শুরু করেছে ডিআরডিও। উদ্দেশ্য একটাই শত্রুর পরিকল্পনা ও অবস্থান জেনে নেওয়া। আপাতত ইঁদুর সেনার উপরই সেই আশ্বাস রাখছে ভারতীয় সেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *